গাইবান্ধায় চলছে অর্ধদিবস হরতাল
প্রতিনিধির নাম
- আপডেট : ১১:১৬:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুন ২০২১
- / 202
::গাইবান্ধা প্রতিনিধি::
গাইবান্ধা জেলা শহরে জুতা ব্যবসায়ী হাসান আলী খুনের সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারসহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) অপসারণসহ ৪ দফা দাবি বাস্তবায়নে পালিত হচ্ছে অর্ধদিবস হরতাল।
বৃহস্পতিবার সকাল ৬টা থেকে ‘হাসান হত্যার প্রতিবাদ মঞ্চে’র ডাকে এই হরতাল চলবে দুপুর ২টা পর্যন্ত।
সরেজমিন দেখা যায়, হরতালের সমর্থনে ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ রেখেছেন। কোথাও কোথাও রাস্তায় টায়ার জ্বালিয়ে পিকেটিং করতেও দেখা গেছে তাদের। এ ছাড়া শহরজুড়ে হরতালকারীরা বিক্ষোভ মিছিল অব্যাহত রেখেছেন।
এদিকে, অপ্রীতিকর কোন ঘটনা এড়াতে ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে শহরের বিভিন্ন স্থানে পুলিশ মোতায়েন করা হয়েছে।