পঞ্চগড়ে কাভার্ডভ্যান-পিকআপ সংঘর্ষে নিহত ২
- আপডেট : ১১:২২:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুন ২০২১
- / 205
পঞ্চগড়ের তেঁতুলিয়ায় কাভার্ডভ্যান-পিকআপের মুখোমুখি সংঘর্ষে চালকসহ দুজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন একজন।
বুধবার রাতে তেঁতুলিয়া উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের পঞ্চগড়-বাংলাবান্ধা জাতীয় মহাসড়কের ভরসা সেতুর ওপরে এ দুর্ঘটনা ঘটে।
নিহত পিকআপ চালক রুবেল হোসেন (২০) তেঁতুলিয়া উপজেলার কালান্দিগঞ্জের বোয়ালমারী এলাকার কালু মিয়ার ছেলে ও যাত্রী স্বপন আলী (১৮) বোদা উপজেলার ফুলতলা এলাকার মৃত আনোয়ার হোসেনের ছেলে। আহত সুজন বোয়ালমারী এলাকার সোহরাব আলীর ছেলে।
তেঁতুলিয়া থানার ওসি রবিউল আজম জানান, পিকআপভ্যানটি পঞ্চগড় থেকে তেঁতুলিয়ায় যাচ্ছিল। এ সময় পথে পিকআপে যাত্রী হিসেবে ওঠেন স্বপন ও সুজন নামে দুই যুবক। পিকআপটি তেঁতুলিয়ায় যাওয়ার পথে বুড়াবুড়ি ভরসা সেতুর ওপরে উঠলে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ডভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে পিকআপটি দুমড়ে-মুচড়ে গেলে চালকসহ তিনজন সড়কে ছিটকে পড়েন। এ সময় ঘটনাস্থলেই চালক রুবেল মারা যান।
তিনি আরো বলেন, আহতদের উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক স্বপনকে মৃত ঘোষণা করেন। সুজনের অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।