দেবরকে সঙ্গে নিয়ে স্বামীকে হত্যা করলো স্ত্রী
প্রতিনিধির নাম
- আপডেট : ০১:২৪:১৯ অপরাহ্ন, রবিবার, ৫ সেপ্টেম্বর ২০২১
- / 234
যশোরের ঝিকরগাছা উপজেলায় রফিকুল ইসলাম (৩২) নামে এক যুবককে হত্যা করা হয়েছে। রফিকুলের স্ত্রী ও ছোট ভাই জাকির মিলে তাকে হত্যা করে।
শনিবার দিবাগত রাতে নিজ বাড়িতে স্ত্রী ও ভাই মিলে তাকে হত্যা করে। নিহত রফিকুল ঝিকরগাছার বালিয়া গ্রামের তোফাজ্জেল হোসেনের ছেলে।
স্থানীয় প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে রফিকুল ইসলামের ছোট ভাই জাকিরের সাথে তার স্ত্রী পাপিয়ার অবৈধ সম্পর্ক ছিল। এই ঘটনার জের ধরে তাদের মধ্যে দ্বন্দ্ব হয়। নিজ বাড়িতে রফিকুলের ছোট ভাই জাকির ও স্ত্রী মিলে তাকে মারপিট করে। পরে তিনি মারা যান। এদিকে পুলিশ লাশ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
ঝিকরগাছা থানার ওসি আব্দুর রাজ্জাক বলেন, কী কারণে হত্যা তা খতিয়ে দেখা হচ্ছে।