শ্লীলতাহানির মামলায় নারাজির আবেদন পরীমনির
প্রতিনিধির নাম
- আপডেট : ০১:২৬:৫৪ অপরাহ্ন, বুধবার, ১ ডিসেম্বর ২০২১
- / 157
রাজধানীর বোট ক্লাবে মারধর ও শ্লীলতাহানির মামলায় পুলিশের দেওয়া অভিযোগপত্রের বিষয়ে আদালতে নারাজি আবেদন জমা দিয়েছেন চিত্রনায়িকা পরীমনি। আজ বুধবার ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৯-এ হাজির হয়ে পরীমনি আইনজীবীর মাধ্যমে এই নারাজি আবেদন জমা দেন। পরীমনির আবেদনের বিষয় আদালত এখনো কোনো আদেশ দেননি। এ তথ্য নিশ্চিত করেছেন পরীমনির আইনজীবী নীলাঞ্জনা রিফাত।
তিনি গণমাধ্যমে বলেন, যথাযথভাবে তদন্ত না করে পুলিশ পরীমনির মামলায় তিনজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দিয়েছে। ঘটনায় জড়িত অন্য ব্যক্তিদের অভিযোগপত্রে অভিযুক্ত করা হয়নি। এ জন্য পরীমনি পুলিশের দেওয়া অভিযোগপত্রের বিষয়ে নারাজি আবেদন জমা দিয়েছেন। তবে এ বিষয় আদালত কোনো আদেশ দেননি।
অন্যদিকে, এই মামলায় আজ আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন দুই আসামি নাসির উদ্দিন মাহমুদ ও তুহিন সিদ্দিকী ওরফে অমি। আদালত তাদের জামিন মঞ্জুর করেন।