ওটিটিতে প্রামাণ্যচিত্র ‘হাসিনা: আ ডটারস টেল’ মুক্তি পেয়েছে

- আপডেট : ০৫:০০:০৯ অপরাহ্ন, বুধবার, ১৬ অগাস্ট ২০২৩
- / 72
চলচ্চিত্রটি নির্মাণ করেছেন রেজাউর রহমান খান পিপলু। ২০১৮ সালের ১৬ নভেম্বর প্রামাণ্যচিত্রটি সারা দেশের প্রেক্ষাগৃহে প্রদর্শিত হয়। শুধু তাই নয়, আন্তর্জাতিক বেশ কয়েকটি চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত ও প্রশংসিত হয় ‘হাসিনা: আ ডটারস টেল’।
এ প্রামাণ্যচিত্রের কাহিনীতে উঠে এসেছে বঙ্গবন্ধুকন্যার ব্যক্তিগত জীবনের নানা গল্প। উঠে এসেছে ১৯৭৫ সালের সেই ভয়াবহ সময়ের কথা, যখন শেখ হাসিনার পিতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার পরিবারের বেশির ভাগ সদস্যকে নৃশংসভাবে হত্যা করা হয়। ১৯৭৫ সালের পর কীভাবে শেখ হাসিনা বেঁচে ছিলেন।
এ ছাড়া দর্শকের চাহিদার কথা বিবেচনায় রেকে প্রামাণ্যচিত্রটি পরে টেলিভিশনেও সম্প্রচার করা হয়। সেই ধারাবাহিকতায় এবার পূর্ণদৈর্ঘ্য প্রমাণ্যচিত্রটি মুক্তি পেল ওটিটি প্লাটফর্মে। এই প্রামাণ্যচিত্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেই বলেছেন তার বিদেশজীবন, স্বদেশ প্রত্যাবর্তনের কথা।