ডিএসইতে ১০ বছরের মধ্যে সর্ব্বোচ্চ লেনদেন

প্রতিনিধির নাম
  • আপডেট : ০১:২৯:১৪ অপরাহ্ন, রবিবার, ৬ জুন ২০২১
  • / 217

ফাইল ফটো

::যুগের কন্ঠ ডেস্ক::
২০২১-২২ অর্থ বছরের প্রস্তাবিত বাজেটের পরে প্রথম কার্যদিবস দেশের দুই পুঁজিবাজারে বেড়েছে লেনদেনের পরিমান। বেশির ভাগ কোম্পানির শেয়ার ও ইউনিটের দর বেড়েছে। এদিন গত দশ বছরের মধ্যে সর্ব্বোচ্চ লেনদেন হয়েছে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)।

রোববার ডিএসই এবং সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিন ডিএসইতে লেনদেন হয়েছে দুই হাজার ৬৬৯ কোটি ৩৮ লাখ ৮৮ হাজার টাকা। এর আগে ২০১০ সালের ৬ ডিসেম্বর ডিএসইতে দুই হাজার ৭১০ কোটি ৬১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

আজ ডিএসইতে লেনদেনে অংশ নেয়া ৩৬৪টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ১৪৫টির, কমেছে ২০১টির এবং অপরিবর্তিত রয়েছে ২০টি কোম্পানির শেয়ার ও ইউনিটের দর।

সিএসইতে মোট লেনদেন হয়েছে ১৫৯ কোটি ৮৪ লাখ ৬৮ হাজার ২২২ টাকা। যা আগের দিনের তুলনায় ১০৪ কোটি টাকা বেশি। এদিন সিএসইর লেনদেনে অংশ নেয়া ২৯২টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ১৩০টির। কমেছে ১৪৩টি কোম্পানির। অপরিবর্তিত রয়েছে ১৯টি কোম্পানির শেয়ার ও ইউনিটের দর।

জানা গেছে, আজ ডিএসইর প্রধান সূচক ডিএসই-এক্স সূচক ১৫ পয়েন্ট কমে অবস্থান করছে ছয় হাজার ৩৮ পয়েন্টে। ডিএসই শরিয়াহ সূচক ছয় পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ২৯৯ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে দুই হাজার ২২২ পয়েন্টে।

অপরদিকে দেশের অপর পুঁজিবাজার সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৩৬ পয়েন্ট কমে অবস্থান করছে ১৭ হাজার ৫০৭ পয়েন্টে। সিএসইএক্স সূচক ২৩ পয়েন্ট কমে অবস্থান করছে ১০ হাজার ৫৫০ পয়েন্টে। সিএসই-৩০ সূচক ১০৮ পয়েন্ট কমে অবস্থান করছে ১২ হাজার ৯৮২ পয়েন্টে। সিএসই-৫০ সূচক কিছুটা কমে অবস্থান করছে এক হাজার ২৯৫ পয়েন্টে। সিএসআই নয় পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ৬৫ পয়েন্টে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ডিএসইতে ১০ বছরের মধ্যে সর্ব্বোচ্চ লেনদেন

আপডেট : ০১:২৯:১৪ অপরাহ্ন, রবিবার, ৬ জুন ২০২১
::যুগের কন্ঠ ডেস্ক::
২০২১-২২ অর্থ বছরের প্রস্তাবিত বাজেটের পরে প্রথম কার্যদিবস দেশের দুই পুঁজিবাজারে বেড়েছে লেনদেনের পরিমান। বেশির ভাগ কোম্পানির শেয়ার ও ইউনিটের দর বেড়েছে। এদিন গত দশ বছরের মধ্যে সর্ব্বোচ্চ লেনদেন হয়েছে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)।

রোববার ডিএসই এবং সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিন ডিএসইতে লেনদেন হয়েছে দুই হাজার ৬৬৯ কোটি ৩৮ লাখ ৮৮ হাজার টাকা। এর আগে ২০১০ সালের ৬ ডিসেম্বর ডিএসইতে দুই হাজার ৭১০ কোটি ৬১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

আজ ডিএসইতে লেনদেনে অংশ নেয়া ৩৬৪টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ১৪৫টির, কমেছে ২০১টির এবং অপরিবর্তিত রয়েছে ২০টি কোম্পানির শেয়ার ও ইউনিটের দর।

সিএসইতে মোট লেনদেন হয়েছে ১৫৯ কোটি ৮৪ লাখ ৬৮ হাজার ২২২ টাকা। যা আগের দিনের তুলনায় ১০৪ কোটি টাকা বেশি। এদিন সিএসইর লেনদেনে অংশ নেয়া ২৯২টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ১৩০টির। কমেছে ১৪৩টি কোম্পানির। অপরিবর্তিত রয়েছে ১৯টি কোম্পানির শেয়ার ও ইউনিটের দর।

জানা গেছে, আজ ডিএসইর প্রধান সূচক ডিএসই-এক্স সূচক ১৫ পয়েন্ট কমে অবস্থান করছে ছয় হাজার ৩৮ পয়েন্টে। ডিএসই শরিয়াহ সূচক ছয় পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ২৯৯ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে দুই হাজার ২২২ পয়েন্টে।

অপরদিকে দেশের অপর পুঁজিবাজার সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৩৬ পয়েন্ট কমে অবস্থান করছে ১৭ হাজার ৫০৭ পয়েন্টে। সিএসইএক্স সূচক ২৩ পয়েন্ট কমে অবস্থান করছে ১০ হাজার ৫৫০ পয়েন্টে। সিএসই-৩০ সূচক ১০৮ পয়েন্ট কমে অবস্থান করছে ১২ হাজার ৯৮২ পয়েন্টে। সিএসই-৫০ সূচক কিছুটা কমে অবস্থান করছে এক হাজার ২৯৫ পয়েন্টে। সিএসআই নয় পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ৬৫ পয়েন্টে।