‘পোশাক সরে যাওয়ার ছবি ভাইরাল হলে প্রতিবাদও হয় না’
- আপডেট : ০৭:০৬:৪৮ অপরাহ্ন, সোমাবার, ১৮ এপ্রিল ২০২২
- / 283
অভিনেত্রী বললেন, গা থেকে পোশাক সরে যাওয়ার ছবি হরদম ভাইরাল হয়। সে নিয়ে কোনও প্রতিবাদ হয় না।
তিনি বলেন, নেট দুনিয়ার চরিত্র এখন ভীষণ অদ্ভূত, নারী শরীরকে কেবল কুৎসিত ভাবেই দেখা হয়। এটাই যেন এখনকার হাওয়া!
সোনম আরও বলেন, ফোন ক্যামেরায় ছবি তোলার সময় অভিনেত্রীদের স্তন এবং নিতম্বের গড়ন ইচ্ছে করে জুম করে দেখানো হয়। গা থেকে পোশাক সরে যাওয়ার ছবি হরদম ভাইরাল হয়। সে নিয়ে কোনও প্রতিবাদ হয় না।
গত কয়েক মাসে ইনস্টাগ্রামে বেশির ভাগ সময় ‘থ্রোব্যাক’ অর্থাৎ পুরনো ছবি দিতেন এই অভিনেত্রী। বাকি ছবিগুলিতে সোনম নিজের শারীরিক পরিবর্তন আড়াল করেছেন সুকৌশলে। কখনও বসা বা দাঁড়ানোর ভঙ্গিতে, কখনও আবার ঢলঢলের পোশাকের আড়ালে মাতৃত্বের চিহ্ন লুকিয়েছেন তিনি। কেন? অভিনেত্রীর দাবি, পাপারাৎজির অশ্লীল নজর থেকে বাঁচার জন্যই তিনি এ পথে হেঁটেছেন।
সোনমের দুঃখ, তার কনিষ্ঠ সহকর্মীরা কেউ কেউ এখন আগুনের দিকেই ঝাঁপ দিতে ছুটছেন। তার কথায়, বেশি লাইক পাবেন বলে নায়িকারা এখন প্লাস্টিক সার্জারি করিয়ে ঠোঁট পুরু করছেন, শরীর নিয়ে আরও কত কী-ই না কাটা ছেঁড়া করছেন। কিন্তু এতে তাঁদের দোষ দেখি না। নেটমাধ্যমে জনপ্রিয়তা ধরে রাখতে এছাড়া আর কী-ই বা করার আছে?
সকলের উদ্দেশ্যেই প্রশ্ন ছুড়েছেন সোনম- এর শেষ কোথায়? সমাজের রুচি বদলেছে বলে নারীদের কি কেবল নীচে নামতে হবে?
২০১৯ সালে ‘দ্য জোয়া ফ্যাক্টর’ ছবিতে শেষ বার পর্দায় দেখা গিয়েছিল সোনমকে।
সূত্র: আনন্দবাজার