ঢাকা ০১:৪৭ অপরাহ্ন, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

উচ্ছ্বসিত ফারিণ, তবুও রয়েছে আক্ষেপ

বিনোদন ডেস্ক
  • আপডেট : ০৫:১৭:২৫ অপরাহ্ন, বুধবার, ২৫ জানুয়ারী ২০২৩
  • / 127
প্রথমবারের মত বড় পর্দায় অভিষেক হতে যাচ্ছে জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণের, তবে সেটি কলকাতায়। আগামী ৩ ফেব্রুয়ারি মুক্তি পাচ্ছে তার প্রথম ছবি ‘আরও এক পৃথিবী’। এ উপলক্ষে চলছে জোর প্রচারণা। আর তাতে অংশ নিতে গেল সপ্তাহেই ঢাকা ছেড়েছেন অভিনেত্রী।

মঙ্গলবার কলকাতায় ‘আরও এক পৃথিবী’র সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। যেখানে নির্মাতা ও সহশিল্পীদের সঙ্গে অংশ নেন ফারিণও। এরপর রাতে তিনি আসেন ফেসবুক লাইভে। ভক্তদের সঙ্গে বিনিময় করেন নিজের ভাবনা ও অনুভূতি।

প্রথমবার সিনেমায় অভিনয় এবং বড় পর্দায় অভিষেক; এ নিয়ে ফারিণের উচ্ছ্বাসের যেন কমতি নেই। সময়টা বেশ উপভোগ করছেন। তবে এ আনন্দের বাইরে রয়েছে তার কিছুটা আক্ষেপও। কারণ, ছবিটি কলকাতায় মুক্তি পাওয়ায় তার নিজের দেশের ভক্তরা সেটি দেখা থেকে বঞ্চিত হচ্ছেন।

এ বিষয়টি নিয়ে ফারিণ বললেন, ‘সত্যি বলতে, বাংলাদেশে ছবিটা মুক্তি পেলে আমার চেয়ে বেশি খুশি কেউ হতো না। কিন্তু কিছু জিনিস তো আসলে আমার নিয়ন্ত্রণের বাইরে। আমিও চাই, যদি এখানে মুক্তি পেতো! পরবর্তীতে কোনও ওটিটিতে আসলে হয়ত দেখতে পাবেন ঢাকার দর্শক। তবে তা নিয়ে সঠিক কিছু আমি এখনও জানি না।’

বাংলাদেশের বহু মানুষ প্রায়শই কলকাতায় যান। সেসব মানুষের প্রতি তাসনিয়া ফারিণের আবদার, যেন কলকাতার প্রেক্ষাগৃহে বসে তার ছবিটি দেখেন এবং প্রতিক্রিয়া জানান।

ফারিণ আরও বলেন, ‘আপাতত পশ্চিমবঙ্গে মুক্তি পাচ্ছে ছবিটি। এজন্য আমি খুব উচ্ছ্বসিত এবং নার্ভাস। সবার কাছে দোয়া চাই। কারণ এটা আমার প্রথম সিনেমা। এটা ঘিরে আমার অনেক স্বপ্ন, প্রত্যাশা। আমি জানি না, নিজেকে প্রথমবার বড় পর্দায় দেখে কেমন লাগবে। তবে ভালো কিছুর আশাই করছি।’

উল্লেখ্য, ‘আরও এক পৃথিবী’ নির্মাণ করেছেন অতনু ঘোষ। এতে তাসনিয়া ফারিণ ছাড়াও অভিনয় করেছেন কৌশিক গাঙ্গুলি, অনিন্দিতা বোস, সাহেব ভট্টাচার্য প্রমুখ। ছবিটি প্রযোজনা করেছে এসকে মুভিজ।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

উচ্ছ্বসিত ফারিণ, তবুও রয়েছে আক্ষেপ

আপডেট : ০৫:১৭:২৫ অপরাহ্ন, বুধবার, ২৫ জানুয়ারী ২০২৩
প্রথমবারের মত বড় পর্দায় অভিষেক হতে যাচ্ছে জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণের, তবে সেটি কলকাতায়। আগামী ৩ ফেব্রুয়ারি মুক্তি পাচ্ছে তার প্রথম ছবি ‘আরও এক পৃথিবী’। এ উপলক্ষে চলছে জোর প্রচারণা। আর তাতে অংশ নিতে গেল সপ্তাহেই ঢাকা ছেড়েছেন অভিনেত্রী।

মঙ্গলবার কলকাতায় ‘আরও এক পৃথিবী’র সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। যেখানে নির্মাতা ও সহশিল্পীদের সঙ্গে অংশ নেন ফারিণও। এরপর রাতে তিনি আসেন ফেসবুক লাইভে। ভক্তদের সঙ্গে বিনিময় করেন নিজের ভাবনা ও অনুভূতি।

প্রথমবার সিনেমায় অভিনয় এবং বড় পর্দায় অভিষেক; এ নিয়ে ফারিণের উচ্ছ্বাসের যেন কমতি নেই। সময়টা বেশ উপভোগ করছেন। তবে এ আনন্দের বাইরে রয়েছে তার কিছুটা আক্ষেপও। কারণ, ছবিটি কলকাতায় মুক্তি পাওয়ায় তার নিজের দেশের ভক্তরা সেটি দেখা থেকে বঞ্চিত হচ্ছেন।

এ বিষয়টি নিয়ে ফারিণ বললেন, ‘সত্যি বলতে, বাংলাদেশে ছবিটা মুক্তি পেলে আমার চেয়ে বেশি খুশি কেউ হতো না। কিন্তু কিছু জিনিস তো আসলে আমার নিয়ন্ত্রণের বাইরে। আমিও চাই, যদি এখানে মুক্তি পেতো! পরবর্তীতে কোনও ওটিটিতে আসলে হয়ত দেখতে পাবেন ঢাকার দর্শক। তবে তা নিয়ে সঠিক কিছু আমি এখনও জানি না।’

বাংলাদেশের বহু মানুষ প্রায়শই কলকাতায় যান। সেসব মানুষের প্রতি তাসনিয়া ফারিণের আবদার, যেন কলকাতার প্রেক্ষাগৃহে বসে তার ছবিটি দেখেন এবং প্রতিক্রিয়া জানান।

ফারিণ আরও বলেন, ‘আপাতত পশ্চিমবঙ্গে মুক্তি পাচ্ছে ছবিটি। এজন্য আমি খুব উচ্ছ্বসিত এবং নার্ভাস। সবার কাছে দোয়া চাই। কারণ এটা আমার প্রথম সিনেমা। এটা ঘিরে আমার অনেক স্বপ্ন, প্রত্যাশা। আমি জানি না, নিজেকে প্রথমবার বড় পর্দায় দেখে কেমন লাগবে। তবে ভালো কিছুর আশাই করছি।’

উল্লেখ্য, ‘আরও এক পৃথিবী’ নির্মাণ করেছেন অতনু ঘোষ। এতে তাসনিয়া ফারিণ ছাড়াও অভিনয় করেছেন কৌশিক গাঙ্গুলি, অনিন্দিতা বোস, সাহেব ভট্টাচার্য প্রমুখ। ছবিটি প্রযোজনা করেছে এসকে মুভিজ।