ঢাকা ০৫:৪৬ অপরাহ্ন, শনিবার, ১৮ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

বাবা নাকি মা: কার সঙ্গে থাকবে দুই শিশু, জানা যাবে বুধবার

প্রতিনিধির নাম
  • আপডেট : ১১:২৬:৩৭ পূর্বাহ্ন, সোমাবার, ১৩ ডিসেম্বর ২০২১
  • / 124
জাপানি দুই শিশু জেসমিন মালিকা ও লাইলা লিনা বাংলাদেশে বাবার সঙ্গে থাকবে নাকি মার সঙ্গে জাপানে চলে যাবে এ বিষয়ে আগামী ১৫ ডিসেম্বর আদেশ দেবেন আপিল বিভাগ।

সোমবার প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির আপিল বেঞ্চ আদেশের জন্য এ দিন ধার্য করেন। এছাড়ার আদেশ দেয়ার আগ পর্যন্ত দুই মেয়ে জাপানি মায়ের কাছে থাকবে বলে আদেশ দেন আদালত।

আদালতে জাপানি মায়ের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট আহসানুল করিম। তাকে সহযোগিতা করেন অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির ও ব্যারিস্টার আব্দুল কাইয়ুম।

এর আগে জাপানি দুই শিশু জেসমিন মালিকা, লাইলা লিনা ও তাদের বাবা মায়ের সঙ্গে আপিল বিভাগের বিচারপতিরা খাসকামরায় কথা বলেন।

এদিকে সোমবার সকালে জাপানি দুই শিশু জেসমিন মালিকা ও লাইলা লিনাকে বেলা সাড়ে ১১টার মধ্যে আপিল বিভাগে হাজির করতে নির্দেশ দিয়েছিলেন আদালত। সকালে জাপানি মায়ের আদালত অবমাননার আবেদনের শুনানি নিয়ে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন। শিশুদের বাংলাদেশি বাবা ইমরান শরীফকে এ নির্দেশ বাস্তবায়ন করতে বলা হয়।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বাবা নাকি মা: কার সঙ্গে থাকবে দুই শিশু, জানা যাবে বুধবার

আপডেট : ১১:২৬:৩৭ পূর্বাহ্ন, সোমাবার, ১৩ ডিসেম্বর ২০২১
জাপানি দুই শিশু জেসমিন মালিকা ও লাইলা লিনা বাংলাদেশে বাবার সঙ্গে থাকবে নাকি মার সঙ্গে জাপানে চলে যাবে এ বিষয়ে আগামী ১৫ ডিসেম্বর আদেশ দেবেন আপিল বিভাগ।

সোমবার প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির আপিল বেঞ্চ আদেশের জন্য এ দিন ধার্য করেন। এছাড়ার আদেশ দেয়ার আগ পর্যন্ত দুই মেয়ে জাপানি মায়ের কাছে থাকবে বলে আদেশ দেন আদালত।

আদালতে জাপানি মায়ের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট আহসানুল করিম। তাকে সহযোগিতা করেন অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির ও ব্যারিস্টার আব্দুল কাইয়ুম।

এর আগে জাপানি দুই শিশু জেসমিন মালিকা, লাইলা লিনা ও তাদের বাবা মায়ের সঙ্গে আপিল বিভাগের বিচারপতিরা খাসকামরায় কথা বলেন।

এদিকে সোমবার সকালে জাপানি দুই শিশু জেসমিন মালিকা ও লাইলা লিনাকে বেলা সাড়ে ১১টার মধ্যে আপিল বিভাগে হাজির করতে নির্দেশ দিয়েছিলেন আদালত। সকালে জাপানি মায়ের আদালত অবমাননার আবেদনের শুনানি নিয়ে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন। শিশুদের বাংলাদেশি বাবা ইমরান শরীফকে এ নির্দেশ বাস্তবায়ন করতে বলা হয়।