ঢাকা ১২:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ১৭ মে ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

সাহেদের বিরুদ্ধে চার্জশিট অনুমোদন দুদকের

প্রতিনিধির নাম
  • আপডেট : ০১:১৪:৪০ অপরাহ্ন, বুধবার, ২৯ ডিসেম্বর ২০২১
  • / 103
রিজেন্ট হাসপাতালের মালিক মোহাম্মদ সাহেদ প্রায় পৌনে ২ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের বিবরণী দাখিল না করায় তার বিরুদ্ধে মামলার অভিযোগ অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার দুদক থেকে এই চার্জশিটের অনুমোদন দেয়া হয়েছে বলে জানান সংস্থাটির জনসংযোগ বিভাগের উপ-পরিচালক মুহাম্মদ আরিফ সাদেক।

এর আগে ২০২০ সালের ৫ নভেম্বর সাহেদকে ২১ কার্যদিবসের মধ্যে সম্পদের হিসাব জমা দিতে নোটিশ দেয় দুদক। নির্ধারিত সময়ে হিসাব জমা না দেয়ায় আরও ১৫ দিন সময় বৃদ্ধি করা হয়। তাতেও সাহেদ নিজের সম্পদ বিবরণী না দেয়ায় গত ১ জানুয়ারি তার বিরুদ্ধে মামলা করে দুদক।

সাহেদ নির্ধারিত সময়ে সম্পদের বিবরণী দাখিল না করায় দুদক থেকে তার বিরুদ্ধে পরিচালিত তদন্তে পাওয়া যায়, তার ব্যক্তিগত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ১ কোটি ৬৯ লাখ ১৭ হাজার ৫১৩ টাকার অস্থাবর সম্পদ রয়েছে। এই তদন্ত প্রতিবেদনের ওপর ভিত্তি করেই দুদক থেকে তার বিরুদ্ধে এই চার্জশিটের অনুমোদন দেয়া হয়।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সাহেদের বিরুদ্ধে চার্জশিট অনুমোদন দুদকের

আপডেট : ০১:১৪:৪০ অপরাহ্ন, বুধবার, ২৯ ডিসেম্বর ২০২১
রিজেন্ট হাসপাতালের মালিক মোহাম্মদ সাহেদ প্রায় পৌনে ২ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের বিবরণী দাখিল না করায় তার বিরুদ্ধে মামলার অভিযোগ অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার দুদক থেকে এই চার্জশিটের অনুমোদন দেয়া হয়েছে বলে জানান সংস্থাটির জনসংযোগ বিভাগের উপ-পরিচালক মুহাম্মদ আরিফ সাদেক।

এর আগে ২০২০ সালের ৫ নভেম্বর সাহেদকে ২১ কার্যদিবসের মধ্যে সম্পদের হিসাব জমা দিতে নোটিশ দেয় দুদক। নির্ধারিত সময়ে হিসাব জমা না দেয়ায় আরও ১৫ দিন সময় বৃদ্ধি করা হয়। তাতেও সাহেদ নিজের সম্পদ বিবরণী না দেয়ায় গত ১ জানুয়ারি তার বিরুদ্ধে মামলা করে দুদক।

সাহেদ নির্ধারিত সময়ে সম্পদের বিবরণী দাখিল না করায় দুদক থেকে তার বিরুদ্ধে পরিচালিত তদন্তে পাওয়া যায়, তার ব্যক্তিগত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ১ কোটি ৬৯ লাখ ১৭ হাজার ৫১৩ টাকার অস্থাবর সম্পদ রয়েছে। এই তদন্ত প্রতিবেদনের ওপর ভিত্তি করেই দুদক থেকে তার বিরুদ্ধে এই চার্জশিটের অনুমোদন দেয়া হয়।