ঢাকা ০১:৩২ অপরাহ্ন, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

ইভ্যালি কাকে কত টাকা দিয়েছে, জানতে চান হাইকোর্ট

অনলাইন ডেস্ক
  • আপডেট : ০৪:৩৬:২১ অপরাহ্ন, বুধবার, ২৭ এপ্রিল ২০২২
  • / 172
আলোচিত ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির সাবেক এমডি ও চেয়ারম্যান পণ্য কিনতে বিকাশ, নগদ ও চেকের মাধ্যমে কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানকে কত টাকা দিয়েছেন, সে তথ্য জমা দেয়ার নির্দেশনা দিয়েছেন হাইকোর্ট। বুধবার (২৭ এপ্রিল) হাইকোর্টের বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের একক বেঞ্চ এ আদেশ দেন।

বিষয়টি নিশ্চিত করেছেন আবেদনকারী আইনজীবী ব্যারিস্টার সৈয়দ মাহসিব হোসেন।

ইভ্যালির বিভিন্ন বিষয়ে ওঠা প্রতারণার অভিযোগ ও পরিচালনার নিয়ম পর্যালোচনা করতে চার সদস্যের বোর্ড গঠনের নির্দেশনা দিয়েছিলেন হাইকোর্ট। এবার সেই বোর্ডকেই তথ্য দাখিলের নির্দেশনা দিয়েছেন আদালত।

ওই বোর্ডে একজন অবসরপ্রাপ্ত বিচারপতি, একজন অবসরপ্রাপ্ত সচিব, একজন চার্টার্ড অ্যাকাউন্টেন্টস ও একজন আইনজীবী রয়েছেন।

প্রসঙ্গত, ইভ্যালির চেয়ারম্যান শামীমা নাসরিন গত ৬ এপ্রিল জামিন পাওয়ার পর ওইদিন বিকেলেই গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্ত হন। সেসময় গুলশান থানার একটি এবং ধানমন্ডি থানার পাঁচটি মামলায় বাদীর সঙ্গে মীমাংসার ভিত্তিতে তাকে জামিন দেন আদালত।

এরপর চেক প্রতারণার ৯ মামলায় গত ২১ এপ্রিল নিম্ন আদালতে জামিন পান ইভ্যালির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. রাসেল। তবে তার বিরুদ্ধে আরও মামলা থাকায় তিনি কারামুক্ত হতে পারেননি।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ইভ্যালি কাকে কত টাকা দিয়েছে, জানতে চান হাইকোর্ট

আপডেট : ০৪:৩৬:২১ অপরাহ্ন, বুধবার, ২৭ এপ্রিল ২০২২
আলোচিত ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির সাবেক এমডি ও চেয়ারম্যান পণ্য কিনতে বিকাশ, নগদ ও চেকের মাধ্যমে কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানকে কত টাকা দিয়েছেন, সে তথ্য জমা দেয়ার নির্দেশনা দিয়েছেন হাইকোর্ট। বুধবার (২৭ এপ্রিল) হাইকোর্টের বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের একক বেঞ্চ এ আদেশ দেন।

বিষয়টি নিশ্চিত করেছেন আবেদনকারী আইনজীবী ব্যারিস্টার সৈয়দ মাহসিব হোসেন।

ইভ্যালির বিভিন্ন বিষয়ে ওঠা প্রতারণার অভিযোগ ও পরিচালনার নিয়ম পর্যালোচনা করতে চার সদস্যের বোর্ড গঠনের নির্দেশনা দিয়েছিলেন হাইকোর্ট। এবার সেই বোর্ডকেই তথ্য দাখিলের নির্দেশনা দিয়েছেন আদালত।

ওই বোর্ডে একজন অবসরপ্রাপ্ত বিচারপতি, একজন অবসরপ্রাপ্ত সচিব, একজন চার্টার্ড অ্যাকাউন্টেন্টস ও একজন আইনজীবী রয়েছেন।

প্রসঙ্গত, ইভ্যালির চেয়ারম্যান শামীমা নাসরিন গত ৬ এপ্রিল জামিন পাওয়ার পর ওইদিন বিকেলেই গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্ত হন। সেসময় গুলশান থানার একটি এবং ধানমন্ডি থানার পাঁচটি মামলায় বাদীর সঙ্গে মীমাংসার ভিত্তিতে তাকে জামিন দেন আদালত।

এরপর চেক প্রতারণার ৯ মামলায় গত ২১ এপ্রিল নিম্ন আদালতে জামিন পান ইভ্যালির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. রাসেল। তবে তার বিরুদ্ধে আরও মামলা থাকায় তিনি কারামুক্ত হতে পারেননি।