পেটের ভেতর করে ইয়াবা পাচার, অবশেষে গ্রেপ্তার
- আপডেট : ১১:১৯:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুন ২০২১
- / 216
পেটের ভেতরে করে ইয়াবা পাচারের দায়ে শহিদুল ইসলাম (৩৬) নামে একজনকে গ্রেপ্তার করেছে র্যাব। এসময় তার কাছ থেকে ২টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
বুধবার দুপুরে র্যাব-১০ এর একটি আভিযানিক দল ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ থানা এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে।
বৃহস্পতিবার র্যাব-১০ এর সহকারী পরিচালক এ এস পি (মিডিয়া) এনায়েত কবির সোয়েব বাংলাদেশ জার্নালকে বিষয়টি নিশ্চিত করে বলেন, র্যাব-১০ এর একটি দল ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ থানা এলাকায় অভিযান পরিচালনা করে পেটের ভেতর ১২৯ পিস ইয়াবাসহ শহিদুল ইসলামকে গ্রেপ্তার করে।
তিনি আরো জানান, গ্রেপ্তার হওয়া শহিদুল প্রাথমিক জিজ্ঞাসাবাদে র্যাবকে জানায়, তিনি একজন পেশাদার মাদক ব্যবসায়ী। শহিদুল বেশ কিছুদিন ধরে দক্ষিণ কেরানীগঞ্জসহ রাজধানীর বিভিন্ন এলাকায় ইয়াবা সরবরাহ করে আসছিল।
গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান র্যাবের এই কর্মকর্তা।