আবু ত্ব-হাকে উদ্ধারে ডিবি, অভিযোগ পেলে পরীমনির বিরুদ্ধে ব্যবস্থা
- আপডেট : ১১:০৬:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুন ২০২১
- / 184
ইসলামী বক্তা আবু ত্ব-হা মুহাম্মদ আদনান রংপুর থেকে ফেরার পথে রাজধানীর গাবতলী এলাকা থেকে গত ১০ জুন নিখোঁজ হন বলে পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে। এ ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি ডিবি কাজ করছে বলে জানিয়েছেন মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার এ কে এম হাফিজ আক্তার।
বৃহস্পতিবার দুপুরের দিকে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
ডিবি প্রধান এ কে এম হাফিজ আক্তার বলেন, ‘ত্ব-হাসহ চারজন ব্যক্তি নিখোঁজ হওয়ার বিষয়টি জেনেছি। এ বিষয়ে রংপুরে একটি সাধারণ ডায়েরি (জিডি) হয়েছে। রংপুর মেট্রোপলিটন পুলিশের সঙ্গে ঢাকা ডিবিও এ বিষয়টি নিয়ে কাজ করছে।’
অল কমিউনিটি ক্লাবে বর্তমান সময়ের লাস্যময়ী অভিনেত্রী পরীমনির ভাঙচুরের বিষয়ে জানতে চাইলে ডিবির এ কর্মকর্তা বলেন, ‘এ ঘটনাটি গুলশান টিমের এলাকায়। বিষয়টি নিয়ে কাজ চলছে। মদ চেয়ে ক্লাবে ভাঙচুরের ঘটনায় পরীমনির বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।’
এর আগে গত বৃহস্পতিবার (১০ জুন) রংপুর থেকে ঢাকায় আসার পথে ইসলামী বক্তা আবু ত্ব-হা মুহাম্মদ আদনান গাবতলী এলাকায় চার সঙ্গীসহ নিখোঁজ হন বলে পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়। গত সোমবার (১৪ জুন) আবু ত্ব-হার স্ত্রী সাবেকুন নাহারের লিখিত অভিযোগের ভিত্তিতে বিষয়টি তদন্ত করছে ডিএমপির পল্লবী থানা।
গতকাল বুধবার রাজধানীর সেগুন বাগিচায় অবস্থিত ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাগর-রুনি মিলনায়তনে স্বামী নিখোঁজ হওয়ার বিষয়ে সংবাদ সম্মেলনে করেন আবু ত্ব-হা মুহাম্মদ আদনানের স্ত্রী সাবেকুন নাহার।
তিনি বলেন, ‘আমার স্বামী যদি কোনো অন্যায় করে থাকেন তাহলে তাকে দেশের প্রচলিত আইনে বিচার করা হোক। সে নিখোঁজ কেন? আমি শুধু তার সন্ধান চাই। তাকে যদি আমার কাছে এনে দিতে না পারেন, তাহলে আমাকে তার কাছে নিয়ে যান।’