ঢাকা ০৭:২৮ অপরাহ্ন, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

সীমান্তে ভারতীয় নাগরিকসহ সাতজন আটক

প্রতিনিধির নাম
  • আপডেট : ১১:৪৮:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ সেপ্টেম্বর ২০২১
  • / 220

আটক

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত থেকে ভারতীয় নাগরিকসহ ৭ জনকে আটক করেছে বিজিবি। সোমবার দিবাগত রাত ও মঙ্গলবার সকালে মহেশপুরের গোপালপুর ও নেপা গ্রাম থেকে তাদের আটক করা হয়।

মঙ্গলবার মহেশপুর ৫৮-বিজিবির অধিনায়কের পক্ষে সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খান এসব তথ্য জানান।

তিনি জানান, মঙ্গলবার সকালে মহেশপুর উপজেলার গোপালপুর গ্রামের মাঠ থেকে ভারতীয় নাগরিক সুনীল বিশ্বাসকে (২৪) আটক করা হয়। সুনীল ভারতের নদীয়া জেলার কল্যানী থানার সাউথ চাঁদমারী গ্রামের সূর্য বিশ্বাসের ছেলে। তিনি অবৈধভাবে বিনা পাসপোর্টে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করেন।

অন্যদিকে, ভারতে প্রবেশের সময় মহেশপুর উপজেলার গোপালপুর গ্রাম থেকে ঢাকা জেলার ভাওয়ালী নগর থানার সারুলিয়া গ্রামের মৃত আলতাফ হোসেনের ছেলে আব্দুর রহমান (৫১), নড়াইলের লোহাগড়া উপজেলার নওয়াপাড়া গ্রামের মৃত সিরাজুল শেখের ছেলে ইব্রাহিম শেখ (৫৬), কালিয়া উপজেলার পেরুলীবাজার গ্রামের খোকন শেখের ছেলে কামাল শেখ (২৬), যশোর সদর উপজেলার বেজপাড়া গ্রামের আশিকের স্ত্রী রিক্তা খাতুন (২২), তাঁর মেয়ে সুমাইয়া বেগম (৩) ও চট্টগ্রামের মীরসরাই উপজেলার নাইরেপুর গ্রামের মৃত সুন্দ শীলের ছেলে বিপ্লব চন্দ্র শীলকে (৪৩) আটক করা হয়।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সীমান্তে ভারতীয় নাগরিকসহ সাতজন আটক

আপডেট : ১১:৪৮:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ সেপ্টেম্বর ২০২১
ঝিনাইদহের মহেশপুর সীমান্ত থেকে ভারতীয় নাগরিকসহ ৭ জনকে আটক করেছে বিজিবি। সোমবার দিবাগত রাত ও মঙ্গলবার সকালে মহেশপুরের গোপালপুর ও নেপা গ্রাম থেকে তাদের আটক করা হয়।

মঙ্গলবার মহেশপুর ৫৮-বিজিবির অধিনায়কের পক্ষে সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খান এসব তথ্য জানান।

তিনি জানান, মঙ্গলবার সকালে মহেশপুর উপজেলার গোপালপুর গ্রামের মাঠ থেকে ভারতীয় নাগরিক সুনীল বিশ্বাসকে (২৪) আটক করা হয়। সুনীল ভারতের নদীয়া জেলার কল্যানী থানার সাউথ চাঁদমারী গ্রামের সূর্য বিশ্বাসের ছেলে। তিনি অবৈধভাবে বিনা পাসপোর্টে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করেন।

অন্যদিকে, ভারতে প্রবেশের সময় মহেশপুর উপজেলার গোপালপুর গ্রাম থেকে ঢাকা জেলার ভাওয়ালী নগর থানার সারুলিয়া গ্রামের মৃত আলতাফ হোসেনের ছেলে আব্দুর রহমান (৫১), নড়াইলের লোহাগড়া উপজেলার নওয়াপাড়া গ্রামের মৃত সিরাজুল শেখের ছেলে ইব্রাহিম শেখ (৫৬), কালিয়া উপজেলার পেরুলীবাজার গ্রামের খোকন শেখের ছেলে কামাল শেখ (২৬), যশোর সদর উপজেলার বেজপাড়া গ্রামের আশিকের স্ত্রী রিক্তা খাতুন (২২), তাঁর মেয়ে সুমাইয়া বেগম (৩) ও চট্টগ্রামের মীরসরাই উপজেলার নাইরেপুর গ্রামের মৃত সুন্দ শীলের ছেলে বিপ্লব চন্দ্র শীলকে (৪৩) আটক করা হয়।