ভারতে আরো ২৭৯৫ জনের মৃত্যু
প্রতিনিধির নাম
- আপডেট : ১১:২৫:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ জুন ২০২১
- / 233
::যুগের কন্ঠ ডেস্ক::
করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় ভারতে ২ হাজার ৭৯৫ জনের মৃত্যু হয়েছে। এসময় নতুন করে এক লাখ ২৭ হাজার ৫১০ জন রোগী শনাক্ত হয়েছেন। মঙ্গলবার ভারত সরকারের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।
ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, মহামারির শুরু থেকে দেশটিতে করোনায় আক্রান্তের মোট সংখ্যা দাঁড়িয়েছে ২ কোটি ৮১ লাখ ৭৫ হাজার ৪৪ জনে। দেশটিতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৩ লাখ ৩১ হাজার ৮৯৫ জন।
দৈনিক আক্রান্তের থেকে বেশি মানুষ সুস্থ হয়ে ওঠাতেই ভারতে প্রতিদিনই কমছে সক্রিয় রোগীর সংখ্যা। মাসখানেক আগেও দেশটিতে সক্রিয় রোগীর সংখ্যা ছিল ৩৭ লাখেরও বেশি। গত প্রায় তিন সপ্তাহে কমতে কমতে সেই সংখ্যা নেমে এসেছে ১৯ লাখের নিচে।
গত ২৪ ঘণ্টায় ভারতে সক্রিয় রোগী কমেছে প্রায় ১ লাখ ৩০ হাজার। ফলে দেশটিতে এখন মোট সক্রিয় রোগীর সংখ্যা ১৮ লাখ ৯৫ হাজার ৫২০ জন।