ঢাকা ১১:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

দক্ষিণ ভারতে প্রবল বর্ষণ, বন্যায় মৃত্যু ৩৫

প্রতিনিধির নাম
  • আপডেট : ১১:৪৮:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ নভেম্বর ২০২১
  • / 114
ভারতের দক্ষিণাঞ্চলের কয়েক রাজ্যে প্রবল বর্ষণে সৃষ্ট বন্যায় অন্তত ৩৫ জনের মৃত্যু হয়েছে। এতে বহু মানুষ এখনো নিখোঁজ রয়েছেন। বিপুল সংখ্যক বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে।

স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এ খবর জানিয়েছে। হঠাৎ বন্যায় কেবল অন্ধ্রপ্রদেশেই প্রাণ গেছে ৩২ জনের।

গত সপ্তাহে প্রবল বর্ষণ শুরু হয়। এর জেরে দক্ষিণাঞ্চলে তীব্র বন্যা দেখা দেয়। বন্যায় বেশ কয়েকটি সড়ক-মহাসড়কসহ বিস্তির্ণ এলাকা প্লাবিত হয়েছে।

ভারতের সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, আকস্মিক বন্যায় অন্তত ৩০ জন নিখোঁজ রয়েছেন।

অন্ধ্রপ্রদেশে ত্রাণ বিতরণ কর্মসূচি পরিচালিত হচ্ছে। এতে কাজ করছে ১৬টি জাতীয় ও স্থানীয় ত্রাণ সহায়তাকারী দল। বন্যার কারণে এ পর্যন্ত ৫৮ হাজার জনকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে।

বন্যায় প্রাণহানী ও ক্ষতি হয়েছে কর্নাটকেও। সোমবার কর্নাটকের দুর্যোগ মোকাবেলা কর্মকর্তা তুষার গিরি নাথ বলেন, সেখানে বন্যায় অন্তত তিনজনের প্রাণ গেছে।

তিনি বলেন, ‘লোকজন তাদের আত্মিয়-স্বজনের বাড়িতে উঠেছেন। আমরা তাদের জন্য খাবারের ব্যবস্থা করছি।’ দেড়শ’র বেশি বাড়িঘর নষ্ট হয়ে গেছে বলেও জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

দক্ষিণ ভারতে প্রবল বর্ষণ, বন্যায় মৃত্যু ৩৫

আপডেট : ১১:৪৮:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ নভেম্বর ২০২১
ভারতের দক্ষিণাঞ্চলের কয়েক রাজ্যে প্রবল বর্ষণে সৃষ্ট বন্যায় অন্তত ৩৫ জনের মৃত্যু হয়েছে। এতে বহু মানুষ এখনো নিখোঁজ রয়েছেন। বিপুল সংখ্যক বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে।

স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এ খবর জানিয়েছে। হঠাৎ বন্যায় কেবল অন্ধ্রপ্রদেশেই প্রাণ গেছে ৩২ জনের।

গত সপ্তাহে প্রবল বর্ষণ শুরু হয়। এর জেরে দক্ষিণাঞ্চলে তীব্র বন্যা দেখা দেয়। বন্যায় বেশ কয়েকটি সড়ক-মহাসড়কসহ বিস্তির্ণ এলাকা প্লাবিত হয়েছে।

ভারতের সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, আকস্মিক বন্যায় অন্তত ৩০ জন নিখোঁজ রয়েছেন।

অন্ধ্রপ্রদেশে ত্রাণ বিতরণ কর্মসূচি পরিচালিত হচ্ছে। এতে কাজ করছে ১৬টি জাতীয় ও স্থানীয় ত্রাণ সহায়তাকারী দল। বন্যার কারণে এ পর্যন্ত ৫৮ হাজার জনকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে।

বন্যায় প্রাণহানী ও ক্ষতি হয়েছে কর্নাটকেও। সোমবার কর্নাটকের দুর্যোগ মোকাবেলা কর্মকর্তা তুষার গিরি নাথ বলেন, সেখানে বন্যায় অন্তত তিনজনের প্রাণ গেছে।

তিনি বলেন, ‘লোকজন তাদের আত্মিয়-স্বজনের বাড়িতে উঠেছেন। আমরা তাদের জন্য খাবারের ব্যবস্থা করছি।’ দেড়শ’র বেশি বাড়িঘর নষ্ট হয়ে গেছে বলেও জানান তিনি।