ঢাকা ১২:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

‘রাষ্ট্রবিরোধী বক্তব্য’: ইমরানের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেবেন শাহবাজ

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট : ০৮:০৫:৫৩ অপরাহ্ন, সোমাবার, ৯ মে ২০২২
  • / 131
কথিত রাষ্ট্রবিরোধী বক্তব্যের জেরে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও দেশটির অন্যতম প্রধান রাজনৈতিক দল পিটিআইয়ের প্রধান ইমরান খানের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেয়ার অঙ্গীকার করেছেন দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।

রোববার অ্যাবোটাবাদে এক সম্মেলনে শাহবাজ এসব কথা বলেন। পাকিস্তানের জিও টিভি অনলাইন এ খবর জানিয়েছে।

ইমরান খানের বক্তব্যকে ‘পাকিস্তানের বিরুদ্ধে একটি ষঢ়যন্ত্র’ বলে বর্ণনা করেন পাক প্রধানমন্ত্রী।

এ নিয়ে শাহবাজ শরিফের রাজনৈতিক দল পিএমএল-এনের পক্ষ থেকেও সমালোচনা হয়েছে। পিএমএল-এনের টুইটার অ্যাকাউন্টে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, (পাকিস্তানের) জাতীয় প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে যারা বলছেন, তারা ‘মীর জাফর ও মীর সাদিক।’

অ্যাবোটাবাদে এক সমাবেশে ইমরান খানের বক্তৃতার উল্লেখ করে শাহবাজ বলেন, ‘আজ পাকিস্তান রাষ্ট্র, সংবিধান এবং জাতীয় প্রতিষ্ঠানকে চ্যালেঞ্জ করা হয়েছে। তাই পিটিআই চেয়ারম্যানের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে।’

সম্প্রতি পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারপারসন ইমরান খান বলেন, ‘গাধা কখনো জেব্রা হতে পারে না, গাধা গাধাই থেকে যায়।’

একটি পডকাস্টে দেয়া সাক্ষাৎকারে বিভিন্ন রাজনৈতিক বিষয়ে কথা বলেন ইমরান। একপর্যায়ে তিনি তার যুক্তরাজ্যে থাকাকালীন স্মৃতিগুলো তুলে ধরেন। ইমরান খান বলেন, ‘যুক্তরাজ্যে আমাকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়েছিল। তবে আমি কখনোই এটিকে আমার দেশ বলে মনে করিনি। আমি সব সময়ই পাকিস্তানি।’

তিনি বলেন, ‘গাধার গায়ে ডোরা কাটা দাগ এঁকে দিলেই গাধা জেব্রা হয়ে যাবে না। গাধা গাধাই থেকে যাবে।’ পডকাস্টটি শেষ হওয়ার পরপরই ইমরানের মন্তব্যটি ইন্টারনেট দুনিয়ায় ছড়িয়ে পড়ে। এ নিয়ে পাকিস্তানের বিতর্কের ঝড় উঠেছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

‘রাষ্ট্রবিরোধী বক্তব্য’: ইমরানের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেবেন শাহবাজ

আপডেট : ০৮:০৫:৫৩ অপরাহ্ন, সোমাবার, ৯ মে ২০২২
কথিত রাষ্ট্রবিরোধী বক্তব্যের জেরে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও দেশটির অন্যতম প্রধান রাজনৈতিক দল পিটিআইয়ের প্রধান ইমরান খানের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেয়ার অঙ্গীকার করেছেন দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।

রোববার অ্যাবোটাবাদে এক সম্মেলনে শাহবাজ এসব কথা বলেন। পাকিস্তানের জিও টিভি অনলাইন এ খবর জানিয়েছে।

ইমরান খানের বক্তব্যকে ‘পাকিস্তানের বিরুদ্ধে একটি ষঢ়যন্ত্র’ বলে বর্ণনা করেন পাক প্রধানমন্ত্রী।

এ নিয়ে শাহবাজ শরিফের রাজনৈতিক দল পিএমএল-এনের পক্ষ থেকেও সমালোচনা হয়েছে। পিএমএল-এনের টুইটার অ্যাকাউন্টে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, (পাকিস্তানের) জাতীয় প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে যারা বলছেন, তারা ‘মীর জাফর ও মীর সাদিক।’

অ্যাবোটাবাদে এক সমাবেশে ইমরান খানের বক্তৃতার উল্লেখ করে শাহবাজ বলেন, ‘আজ পাকিস্তান রাষ্ট্র, সংবিধান এবং জাতীয় প্রতিষ্ঠানকে চ্যালেঞ্জ করা হয়েছে। তাই পিটিআই চেয়ারম্যানের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে।’

সম্প্রতি পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারপারসন ইমরান খান বলেন, ‘গাধা কখনো জেব্রা হতে পারে না, গাধা গাধাই থেকে যায়।’

একটি পডকাস্টে দেয়া সাক্ষাৎকারে বিভিন্ন রাজনৈতিক বিষয়ে কথা বলেন ইমরান। একপর্যায়ে তিনি তার যুক্তরাজ্যে থাকাকালীন স্মৃতিগুলো তুলে ধরেন। ইমরান খান বলেন, ‘যুক্তরাজ্যে আমাকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়েছিল। তবে আমি কখনোই এটিকে আমার দেশ বলে মনে করিনি। আমি সব সময়ই পাকিস্তানি।’

তিনি বলেন, ‘গাধার গায়ে ডোরা কাটা দাগ এঁকে দিলেই গাধা জেব্রা হয়ে যাবে না। গাধা গাধাই থেকে যাবে।’ পডকাস্টটি শেষ হওয়ার পরপরই ইমরানের মন্তব্যটি ইন্টারনেট দুনিয়ায় ছড়িয়ে পড়ে। এ নিয়ে পাকিস্তানের বিতর্কের ঝড় উঠেছে।