ঢাকা ০৯:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ মে ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

আকস্মিক সফরে আবারও ইউক্রেনে পুতিন

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট : ০৬:১৭:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ এপ্রিল ২০২৩
  • / 94
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এক আকস্মিক সফরে ইউক্রেনের খেরসন এবং লুহানস্ক অঞ্চলে সামরিক সদর দপ্তর পরিদর্শন করেছেন। এসব অঞ্চল নিজেদের বলে দাবি করেছে রাশিয়া। মাত্র এক মাসের ব্যবধানে দ্বিতীয়বারের মতো ইউক্রেনে গেলেন পুতিন। মঙ্গলবার ক্রেমলিনের বরাতে এ তথ্য নিশ্চিত করেছে বার্তা সংস্থা রয়টার্স।

মঙ্গলবার ক্রেমলিনের পক্ষ থেকে বলা হয়েছে, দক্ষিণাঞ্চলীয় খেরসনে একটি সামরিক কমান্ডের বৈঠকে যোগ দেন পুতিন। সেখানে তিনি সেখানকার পরিস্থিতি সম্পর্কে খবর নেন। এছাড়া বিভিন্ন কর্মকর্তাদের কাছে থেকে বিভিন্ন অঞ্চলের রিপোর্ট নেন।

এদিকে প্রেসিডেন্ট পুতিন ইউক্রেনের পূর্বাঞ্চলীয় লুহানস্কে ন্যাশনাল গার্ডের সদর দপ্তর পরিদর্শনে যান। এ নিয়ে ক্রেমলিনের পক্ষ থেকে একটি ভিডিও প্রকাশ করা হয়েছে। যেখানে পুতিনকে হেলিকপ্টারে দেখা গেছে। তবে পুতিন কখন-কিভাবে এ বৈঠকে যোগ দিয়েছেন তা জানায়নি ক্রেমলিন।

রুশ বাহিনীর দখল করা দোনেৎস্ক অঞ্চলের ইউক্রেনীয় শহর মারিউপোল পরিদর্শন করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। হেলিকপ্টারে করে পুতিন মারিউপোল যান। শহরের বেশ কয়েকটি এলাকা তিনি ঘুরে দেখেন। এসময় পুতিন সেখানকার বাসিন্দাদের সঙ্গে কথা বলেন এবং তাদের খোঁজ-খবর নেন।

এর আগে, ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেন আক্রমণের পর খেরসন ছিল রাশিয়ার দখল করা বৃহত্তম শহর। কিন্তু গেলো নভেম্বরে ইউক্রেনীয় বাহিনীর পাল্টা আক্রমণে রুশ সামরিক বাহিনী খেরসন থেকে পিছু হটতে শুরু করে এবং ডিনিপার নদীর বিপরীত তীরে তাদের অবস্থান শক্তিশালী করছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

আকস্মিক সফরে আবারও ইউক্রেনে পুতিন

আপডেট : ০৬:১৭:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ এপ্রিল ২০২৩
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এক আকস্মিক সফরে ইউক্রেনের খেরসন এবং লুহানস্ক অঞ্চলে সামরিক সদর দপ্তর পরিদর্শন করেছেন। এসব অঞ্চল নিজেদের বলে দাবি করেছে রাশিয়া। মাত্র এক মাসের ব্যবধানে দ্বিতীয়বারের মতো ইউক্রেনে গেলেন পুতিন। মঙ্গলবার ক্রেমলিনের বরাতে এ তথ্য নিশ্চিত করেছে বার্তা সংস্থা রয়টার্স।

মঙ্গলবার ক্রেমলিনের পক্ষ থেকে বলা হয়েছে, দক্ষিণাঞ্চলীয় খেরসনে একটি সামরিক কমান্ডের বৈঠকে যোগ দেন পুতিন। সেখানে তিনি সেখানকার পরিস্থিতি সম্পর্কে খবর নেন। এছাড়া বিভিন্ন কর্মকর্তাদের কাছে থেকে বিভিন্ন অঞ্চলের রিপোর্ট নেন।

এদিকে প্রেসিডেন্ট পুতিন ইউক্রেনের পূর্বাঞ্চলীয় লুহানস্কে ন্যাশনাল গার্ডের সদর দপ্তর পরিদর্শনে যান। এ নিয়ে ক্রেমলিনের পক্ষ থেকে একটি ভিডিও প্রকাশ করা হয়েছে। যেখানে পুতিনকে হেলিকপ্টারে দেখা গেছে। তবে পুতিন কখন-কিভাবে এ বৈঠকে যোগ দিয়েছেন তা জানায়নি ক্রেমলিন।

রুশ বাহিনীর দখল করা দোনেৎস্ক অঞ্চলের ইউক্রেনীয় শহর মারিউপোল পরিদর্শন করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। হেলিকপ্টারে করে পুতিন মারিউপোল যান। শহরের বেশ কয়েকটি এলাকা তিনি ঘুরে দেখেন। এসময় পুতিন সেখানকার বাসিন্দাদের সঙ্গে কথা বলেন এবং তাদের খোঁজ-খবর নেন।

এর আগে, ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেন আক্রমণের পর খেরসন ছিল রাশিয়ার দখল করা বৃহত্তম শহর। কিন্তু গেলো নভেম্বরে ইউক্রেনীয় বাহিনীর পাল্টা আক্রমণে রুশ সামরিক বাহিনী খেরসন থেকে পিছু হটতে শুরু করে এবং ডিনিপার নদীর বিপরীত তীরে তাদের অবস্থান শক্তিশালী করছে।