ঢাকা ১০:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

মোদিকে ৯১বার ব্যক্তিগত আক্রমণ করেছে কংগ্রেস

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট : ০৬:২৬:৫২ অপরাহ্ন, শনিবার, ২৯ এপ্রিল ২০২৩
  • / 102
ভারতের কর্নাটক রাজ্যে বিধানসভার প্রচারে গিয়ে কংগ্রেসের বিরুদ্ধে ব্যক্তিগত আক্রমণের অভিযোগ তুলেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শনিবার বিদরের হুমনাবাদে বিজেপির সভায় কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়গের সাম্প্রতিক মন্তব্যের উল্লেখ করে মোদি বলেন, কংগ্রেস নেতারা ৯১ বার আমার বিরুদ্ধে ব্যক্তিগত আক্রমণ করেছেন।

এরপরেই ভারতের প্রধানমন্ত্রী বলেন, শুধু আমার উদ্দেশে নয়, কংগ্রেসের নেতারা বীর সাভারকর, বাবাসাহেব অম্বেদকর সম্পর্কেও অবমাননাকর মন্তব্য করেছেন। প্রসঙ্গত, কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়গে বৃহস্পতিবার কালবুর্গিতে একটি নির্বাচনী জনসভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বিষধর সাপের সঙ্গে তুলনা করেছিলেন। পরে মন্তব্যের জন্য দুঃখপ্রকাশ করেন কংগ্রেস সভাপতি। নিজের বক্তব্যের পক্ষে সাফাই গেয়ে জানান, মোদি নয়, আসলে বিজেপিই বিষাক্ত সাপের মতো। মুখ ছোঁয়ালেই মৃত্যু অবধারিত!

মল্লিকার্জুন খড়গের মন্তব্য প্রসঙ্গে কড়া প্রতিক্রিয়া জানালেও শুক্রবার কংগ্রেস নেত্রী সনিয়া গান্ধী সম্পর্কে কর্নাটকের প্রভাবশালী বিজেপি এমপি ও সাবেক মন্ত্রী বসনগৌড়া পাতিল ইয়াতমলের কুরুচিকর মন্তব্য সম্পর্কে কিছু শোনা যায়নি মোদির গলায়। কোপ্পলের জনসভায় সনিয়াকে ‘বিষকন্যা’, ‘পাকিস্তান এবং চীনের চর’ বলেন পাতিল। এরপরেই কংগ্রেসের পক্ষ থেকে এ বিষয়ে মোদির ‘অবস্থান’ জানতে চাওয়া হয়েছিল।

আগামী ১০ মে ২২৪ আসনের কর্নাটক বিধানসভায় প্রথম দফার ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ১৩ মে হবে গণনা। কয়েকটি বুথ ফেরত সমীক্ষার পূর্বাভাস, এবার দক্ষিণ ভারতের একমাত্র বিজেপি শাসিত রাজ্যে কংগ্রেস ‘বৃহত্তম দল’ হতে চলেছে। এমন পরিস্থিতিতে সেখানে শনিবার থেকে প্রচারে নেমেছেন মোদি। এবারের দু’দিনের সফরে আটটি কর্মসূচিতে (ছয়টি জনসভা এবং দু’টি ‘রোড শো’) তার অংশ নেওয়ার কথা। তার মধ্যে শনিবার রয়েছে তিনটি কর্মসূচি। বিদরের পর বিজয়পুরে জনসভা করতে গিয়েছেন তিনি। বিকেলে বেঙ্গালুরুতে ‘রোড শো’-তে অংশ নেওয়ার কথা ভরতীয় প্রধানমন্ত্রীর।

বিজেপি জানিয়েছে, এবারের ভোটে কর্নাটকে মোট ছয়টি প্রচারে অংশ নেবেন মোদি। মোট ২২টি প্রচার কর্মসূচিতে তিনি যোগ দেবেন। প্রসঙ্গত, অতীতে সনিয়ার ‘মওত কা সওদাগর’, প্রিয়ঙ্কা বঢরার ‘নীচু মানের রাজনীতিক’ মন্তব্যকেও ভোট প্রচারের হাতিয়ার করেছেন মোদি। যদিও ২০১৮ সালে রাজস্থানে বিধানসভা ভোটের প্রচারে গিয়ে নাম না করে সনিয়াকে ‘কংগ্রেসের বিধবা’ বলার অভিযোগ রয়েছে মোদির বিরুদ্ধেই। সূত্র: আনন্দবাজার

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

মোদিকে ৯১বার ব্যক্তিগত আক্রমণ করেছে কংগ্রেস

আপডেট : ০৬:২৬:৫২ অপরাহ্ন, শনিবার, ২৯ এপ্রিল ২০২৩
ভারতের কর্নাটক রাজ্যে বিধানসভার প্রচারে গিয়ে কংগ্রেসের বিরুদ্ধে ব্যক্তিগত আক্রমণের অভিযোগ তুলেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শনিবার বিদরের হুমনাবাদে বিজেপির সভায় কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়গের সাম্প্রতিক মন্তব্যের উল্লেখ করে মোদি বলেন, কংগ্রেস নেতারা ৯১ বার আমার বিরুদ্ধে ব্যক্তিগত আক্রমণ করেছেন।

এরপরেই ভারতের প্রধানমন্ত্রী বলেন, শুধু আমার উদ্দেশে নয়, কংগ্রেসের নেতারা বীর সাভারকর, বাবাসাহেব অম্বেদকর সম্পর্কেও অবমাননাকর মন্তব্য করেছেন। প্রসঙ্গত, কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়গে বৃহস্পতিবার কালবুর্গিতে একটি নির্বাচনী জনসভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বিষধর সাপের সঙ্গে তুলনা করেছিলেন। পরে মন্তব্যের জন্য দুঃখপ্রকাশ করেন কংগ্রেস সভাপতি। নিজের বক্তব্যের পক্ষে সাফাই গেয়ে জানান, মোদি নয়, আসলে বিজেপিই বিষাক্ত সাপের মতো। মুখ ছোঁয়ালেই মৃত্যু অবধারিত!

মল্লিকার্জুন খড়গের মন্তব্য প্রসঙ্গে কড়া প্রতিক্রিয়া জানালেও শুক্রবার কংগ্রেস নেত্রী সনিয়া গান্ধী সম্পর্কে কর্নাটকের প্রভাবশালী বিজেপি এমপি ও সাবেক মন্ত্রী বসনগৌড়া পাতিল ইয়াতমলের কুরুচিকর মন্তব্য সম্পর্কে কিছু শোনা যায়নি মোদির গলায়। কোপ্পলের জনসভায় সনিয়াকে ‘বিষকন্যা’, ‘পাকিস্তান এবং চীনের চর’ বলেন পাতিল। এরপরেই কংগ্রেসের পক্ষ থেকে এ বিষয়ে মোদির ‘অবস্থান’ জানতে চাওয়া হয়েছিল।

আগামী ১০ মে ২২৪ আসনের কর্নাটক বিধানসভায় প্রথম দফার ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ১৩ মে হবে গণনা। কয়েকটি বুথ ফেরত সমীক্ষার পূর্বাভাস, এবার দক্ষিণ ভারতের একমাত্র বিজেপি শাসিত রাজ্যে কংগ্রেস ‘বৃহত্তম দল’ হতে চলেছে। এমন পরিস্থিতিতে সেখানে শনিবার থেকে প্রচারে নেমেছেন মোদি। এবারের দু’দিনের সফরে আটটি কর্মসূচিতে (ছয়টি জনসভা এবং দু’টি ‘রোড শো’) তার অংশ নেওয়ার কথা। তার মধ্যে শনিবার রয়েছে তিনটি কর্মসূচি। বিদরের পর বিজয়পুরে জনসভা করতে গিয়েছেন তিনি। বিকেলে বেঙ্গালুরুতে ‘রোড শো’-তে অংশ নেওয়ার কথা ভরতীয় প্রধানমন্ত্রীর।

বিজেপি জানিয়েছে, এবারের ভোটে কর্নাটকে মোট ছয়টি প্রচারে অংশ নেবেন মোদি। মোট ২২টি প্রচার কর্মসূচিতে তিনি যোগ দেবেন। প্রসঙ্গত, অতীতে সনিয়ার ‘মওত কা সওদাগর’, প্রিয়ঙ্কা বঢরার ‘নীচু মানের রাজনীতিক’ মন্তব্যকেও ভোট প্রচারের হাতিয়ার করেছেন মোদি। যদিও ২০১৮ সালে রাজস্থানে বিধানসভা ভোটের প্রচারে গিয়ে নাম না করে সনিয়াকে ‘কংগ্রেসের বিধবা’ বলার অভিযোগ রয়েছে মোদির বিরুদ্ধেই। সূত্র: আনন্দবাজার