ঢাকা ০৩:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

জর্জিয়ায় হাসপাতালে ঢুকে এলোপাতাড়ি গুলি, নিহত ১

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট : ০৪:৩৮:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ মে ২০২৩
  • / 92
যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যে বন্দুকধারীর এলোপাতাড়ি গুলিতে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও চারজন। স্থানীয় সময় বুধবার আটলান্টা শহরের একটি হাসপাতালে এ হামলার ঘটনা ঘটে।

আটলান্টা পুলিশ জানিয়েছে, বুধবার দুপুরে মিডটাউন আটলান্টার নর্থসাইড হাসপাতালের ওয়েটিং রুমে ঢুকে গুলি চালাতে শুরু করে ডিওন প্যাটারসন নামে ২৪ বছর বয়সী এক যুবক। এতে ৩৮ বছর বয়সী এক নারী গুলিবিদ্ধ হয়ে নিহত হন। আহত হন আরও চার নারী। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।

আটলান্টার পুলিশ প্রধান ড্যারিন শিয়েরবাউম জানান, ডিওন প্যাটারসন ডাক্তারের অ্যাপয়েন্টমেন্টের জন্য হাসপাতালে এসেছিলেন। এ সময় প্যাটারসনের সঙ্গে তার মাও ছিলেন। কিন্তু গুলিতে তার মা আহত হননি। হামলার সময়কার সিসিটিভি ফুটেজের কিছু স্থিরচিত্র প্রকাশ করা হয়েছে। যেখানে বন্দুক হাতে ওই হামলাকারীকে হাসপাতালের ভেতরে প্রবেশ করতে দেখা যায়।

এদিকে, হামলার পর থেকে পুরো এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। মোতায়েন করা হয়েছে আইনশৃঙ্খলা রক্ষাবাহিনীর অতিরিক্ত সদস্য।

সূত্র: সিএনএন

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

জর্জিয়ায় হাসপাতালে ঢুকে এলোপাতাড়ি গুলি, নিহত ১

আপডেট : ০৪:৩৮:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ মে ২০২৩
যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যে বন্দুকধারীর এলোপাতাড়ি গুলিতে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও চারজন। স্থানীয় সময় বুধবার আটলান্টা শহরের একটি হাসপাতালে এ হামলার ঘটনা ঘটে।

আটলান্টা পুলিশ জানিয়েছে, বুধবার দুপুরে মিডটাউন আটলান্টার নর্থসাইড হাসপাতালের ওয়েটিং রুমে ঢুকে গুলি চালাতে শুরু করে ডিওন প্যাটারসন নামে ২৪ বছর বয়সী এক যুবক। এতে ৩৮ বছর বয়সী এক নারী গুলিবিদ্ধ হয়ে নিহত হন। আহত হন আরও চার নারী। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।

আটলান্টার পুলিশ প্রধান ড্যারিন শিয়েরবাউম জানান, ডিওন প্যাটারসন ডাক্তারের অ্যাপয়েন্টমেন্টের জন্য হাসপাতালে এসেছিলেন। এ সময় প্যাটারসনের সঙ্গে তার মাও ছিলেন। কিন্তু গুলিতে তার মা আহত হননি। হামলার সময়কার সিসিটিভি ফুটেজের কিছু স্থিরচিত্র প্রকাশ করা হয়েছে। যেখানে বন্দুক হাতে ওই হামলাকারীকে হাসপাতালের ভেতরে প্রবেশ করতে দেখা যায়।

এদিকে, হামলার পর থেকে পুরো এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। মোতায়েন করা হয়েছে আইনশৃঙ্খলা রক্ষাবাহিনীর অতিরিক্ত সদস্য।

সূত্র: সিএনএন