ঢাকা ০৮:৫২ অপরাহ্ন, শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

নেপালে হেলিকপ্টার বিধ্বস্ত, বিদেশি পর্যটকসহ নিহত ৬

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট : ০৬:১৭:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ জুলাই ২০২৩
  • / 98
পর্যটকসহ নেপালের একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে অন্তত ছয় জনের প্রাণহানি হয়েছে। মঙ্গলবার সকালে কাঠমান্ডুর উত্তরাঞ্চলে উড়োজাহাজ বিধ্বস্ত হয়। নিহতদের মধ্যে পাঁচজনই মেক্সিকোর নাগরিক ও একজন হেলিকপ্টারের পাইলট বলে জানিয়েছে এক কর্মকর্তা। সংবাদমাধ্যম কাঠমান্ডু পোস্টের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, হেলিকপ্টারটির মালিকানা মানাঙ নামে একটি প্রতিষ্ঠানের। প্রতিষ্ঠানটি হেলিকপ্টারে করে দর্শনার্থীদের নিয়ে হিমালয় পর্বতমালার এভারেস্ট চূড়া পরিদর্শন করে থাকে।

নেপালি কর্তৃপক্ষ জানিয়েছে, মঙ্গলবার সলুখুম্বু জেলার লিখুপাইক পৌরসভার লামজোরায় হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। এ বিষয়ে পৌরসভার উপপ্রধান নওয়াঙ লাকপা শেরপা জানিয়েছেন, প্রথমে স্থানীয়রা হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার বিষয়টি দেখতে পান। পরে তারা পৌরসভায় খবর দেন।

নেপালের সিভিল এভিয়েশন অথরিটির তথ্য কর্মকর্তা জ্ঞানেন্দ্র ভুল জানিয়েছেন, হেলিকপ্টারটি কাঠমান্ডু থেকে সলুখুম্বুর দিকে যাচ্ছিলো। সকাল দশটার দিকে কাঠমান্ডু বিমানবন্দরের কন্ট্রোল টাওয়ারের সঙ্গে সেটির যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।’

তিনি আরও জানান, হেলিকপ্টারটির কল সাইন ছিল ৯এনএমভি এবং সকাল ১০ টা ১২ মিনিটে সেটি রাডার থেকে মুছে যায়। চপারটিতে ৫ জন যাত্রী ছিলেন। তারা সবাই মেক্সিকান নাগরিক।

নেপালের সিভিল এভিয়েশন অথরিটি এক টুইটে বলেছে, সবমিলিয়ে চাপরটিতে ৬ জন আরোহী ছিলেন। এরমধ্যে ৫ জন যাত্রী এবং ১ জন ক্যাপটেন।’ পাইলটের নাম চেত গুরুঙ।চলতি বছরের জানুয়ারিতে নেপালের গত ৩০ বছরের ইতিহাসের সবচেয়ে প্রাণঘাতী এক বিমান দুর্ঘটনা ঘটে। দেশটির পর্যটন নগরীখ্যাত পোখারার কাছে বিমান বিধ্বস্তের ওই ঘটনায় কমপক্ষে ৩১ জনের প্রাণহানি ঘটে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

নেপালে হেলিকপ্টার বিধ্বস্ত, বিদেশি পর্যটকসহ নিহত ৬

আপডেট : ০৬:১৭:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ জুলাই ২০২৩
পর্যটকসহ নেপালের একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে অন্তত ছয় জনের প্রাণহানি হয়েছে। মঙ্গলবার সকালে কাঠমান্ডুর উত্তরাঞ্চলে উড়োজাহাজ বিধ্বস্ত হয়। নিহতদের মধ্যে পাঁচজনই মেক্সিকোর নাগরিক ও একজন হেলিকপ্টারের পাইলট বলে জানিয়েছে এক কর্মকর্তা। সংবাদমাধ্যম কাঠমান্ডু পোস্টের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, হেলিকপ্টারটির মালিকানা মানাঙ নামে একটি প্রতিষ্ঠানের। প্রতিষ্ঠানটি হেলিকপ্টারে করে দর্শনার্থীদের নিয়ে হিমালয় পর্বতমালার এভারেস্ট চূড়া পরিদর্শন করে থাকে।

নেপালি কর্তৃপক্ষ জানিয়েছে, মঙ্গলবার সলুখুম্বু জেলার লিখুপাইক পৌরসভার লামজোরায় হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। এ বিষয়ে পৌরসভার উপপ্রধান নওয়াঙ লাকপা শেরপা জানিয়েছেন, প্রথমে স্থানীয়রা হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার বিষয়টি দেখতে পান। পরে তারা পৌরসভায় খবর দেন।

নেপালের সিভিল এভিয়েশন অথরিটির তথ্য কর্মকর্তা জ্ঞানেন্দ্র ভুল জানিয়েছেন, হেলিকপ্টারটি কাঠমান্ডু থেকে সলুখুম্বুর দিকে যাচ্ছিলো। সকাল দশটার দিকে কাঠমান্ডু বিমানবন্দরের কন্ট্রোল টাওয়ারের সঙ্গে সেটির যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।’

তিনি আরও জানান, হেলিকপ্টারটির কল সাইন ছিল ৯এনএমভি এবং সকাল ১০ টা ১২ মিনিটে সেটি রাডার থেকে মুছে যায়। চপারটিতে ৫ জন যাত্রী ছিলেন। তারা সবাই মেক্সিকান নাগরিক।

নেপালের সিভিল এভিয়েশন অথরিটি এক টুইটে বলেছে, সবমিলিয়ে চাপরটিতে ৬ জন আরোহী ছিলেন। এরমধ্যে ৫ জন যাত্রী এবং ১ জন ক্যাপটেন।’ পাইলটের নাম চেত গুরুঙ।চলতি বছরের জানুয়ারিতে নেপালের গত ৩০ বছরের ইতিহাসের সবচেয়ে প্রাণঘাতী এক বিমান দুর্ঘটনা ঘটে। দেশটির পর্যটন নগরীখ্যাত পোখারার কাছে বিমান বিধ্বস্তের ওই ঘটনায় কমপক্ষে ৩১ জনের প্রাণহানি ঘটে।