ঢাকা ০২:১৩ অপরাহ্ন, শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

দক্ষিণ কোরিয়ায় বন্যা ও ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে ৩৯

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট : ০৭:৩০:১২ অপরাহ্ন, সোমাবার, ১৭ জুলাই ২০২৩
  • / 109
দক্ষিণ কোরিয়ায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। দেশটিতে বন্যা ও ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে ৩৯ জনে দাঁড়িয়েছে। খবর এপির।

এরমধ্যে উত্তরাঞ্চলীয় চুংচেং প্রদেশের একটি টানেলে বন্যার পানি ঢুকে আটকে পড়া গাড়ি থেকে উদ্ধার করা হয়েছে আরও ৪টি মরদেহ। টানেলটিতে আটকে পড়ে ১৯টি গাড়ি। একটি বাস থেকে উদ্ধার করা হয় এসব মরদেহ।

এখনও সেখানে অনেকেই আটকা পড়ে আছেন। উদ্ধার কাজ চলছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। পাহাড়ি এলাকা হওয়ায় ব্যাপক ভূমিধস হয়েছে অঞ্চলটির বিভিন্ন স্থানে।

এর পাশাপাশি চেঅংজু এলাকায় ভেসে গেছে ১৩০টির বেশি আবাসিক স্থাপনা। ক্ষতিগ্রস্ত হয়েছে অন্তত দেড়শ সড়ক। অঞ্চলটি থেকে সরিয়ে নেয়া হয়েছে ১০ হাজারের বেশি বাসিন্দাকে।

কর্তৃপক্ষ জানিয়েছে, এখন পর্যন্ত ৩০০ মিলিমিটারের বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে দেশটিতে। নদী ও বাঁধ উপচে তলিয়ে গেছে দেশের বিস্তীর্ণ এলাকা। চলতি সপ্তাহেও ভারী বৃষ্টিপাত অব্যাহতের পূর্বাভাস দিয়েছে দক্ষিণ কোরিয়ার আবহাওয়া দপ্তর।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

দক্ষিণ কোরিয়ায় বন্যা ও ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে ৩৯

আপডেট : ০৭:৩০:১২ অপরাহ্ন, সোমাবার, ১৭ জুলাই ২০২৩
দক্ষিণ কোরিয়ায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। দেশটিতে বন্যা ও ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে ৩৯ জনে দাঁড়িয়েছে। খবর এপির।

এরমধ্যে উত্তরাঞ্চলীয় চুংচেং প্রদেশের একটি টানেলে বন্যার পানি ঢুকে আটকে পড়া গাড়ি থেকে উদ্ধার করা হয়েছে আরও ৪টি মরদেহ। টানেলটিতে আটকে পড়ে ১৯টি গাড়ি। একটি বাস থেকে উদ্ধার করা হয় এসব মরদেহ।

এখনও সেখানে অনেকেই আটকা পড়ে আছেন। উদ্ধার কাজ চলছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। পাহাড়ি এলাকা হওয়ায় ব্যাপক ভূমিধস হয়েছে অঞ্চলটির বিভিন্ন স্থানে।

এর পাশাপাশি চেঅংজু এলাকায় ভেসে গেছে ১৩০টির বেশি আবাসিক স্থাপনা। ক্ষতিগ্রস্ত হয়েছে অন্তত দেড়শ সড়ক। অঞ্চলটি থেকে সরিয়ে নেয়া হয়েছে ১০ হাজারের বেশি বাসিন্দাকে।

কর্তৃপক্ষ জানিয়েছে, এখন পর্যন্ত ৩০০ মিলিমিটারের বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে দেশটিতে। নদী ও বাঁধ উপচে তলিয়ে গেছে দেশের বিস্তীর্ণ এলাকা। চলতি সপ্তাহেও ভারী বৃষ্টিপাত অব্যাহতের পূর্বাভাস দিয়েছে দক্ষিণ কোরিয়ার আবহাওয়া দপ্তর।