ঢাকা ০৭:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

ইউক্রেনের ২৮টি ড্রোন ভূপাতিত করলো রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট : ০৫:১১:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ জুলাই ২০২৩
  • / 101
রাশিয়া অধিকৃত ক্রিমিয়ায় রাতভর মুহুর্মুহু ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। তবে এসব ড্রোন গুলি করে ভূপাতিত করা হয়েছে। মঙ্গলবার সকালে রুশ প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শুইগু এমনটা দাবি করে জানিয়েছেন, রাশিয়ার সামরিক বাহিনী ইউক্রেনের অন্তত ২৮টি ইউএভি প্রতিহত করেছে। দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম আরটির এক প্রতিবেদনে তথ্য জানা গেছে।
রুশ প্রতিরক্ষামন্ত্রী জানান, ক্রিমিয়া উপদ্বীপের পূর্বে গুরুত্বপূর্ণ অবকাঠামোর ওপর একটি গণড্রোন হামলার প্রচেষ্টাকে ব্যর্থ করেছে রাশিয়ান সামরিক বাহিনী। তিনি দাবি করেন, রাতে কয়েক ডজন ড্রোন ইলেকট্রনিকভাবে গুলি করে ভূপাতিত করা হয়েছে।সের্গেই শুইগু বলেন, ১৭টি ইউক্রেনীয় ইউএভি বিমান রুশ প্রতিরক্ষা ব্যবস্থা দ্বারা ধ্বংস করা হয়েছে। আরও ১১টি ইউএভি লক্ষ্যে পৌঁছানোর আগেই ইলেকট্রনিকভাবে ধ্বংস করা হয়েছে বলে মঙ্গলবার সকালে একটি সংক্ষিপ্ত বিবৃতিতে জানিয়েছে রাশিয়ার সেনাবাহিনী।

ক্রিমিয়ার গভর্নর সের্গেই আকসিওনভে জানান, বিমান হামলার চেষ্টা হয়েছে, কিন্তু এতে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতি হয়নি।

ক্রিমিয়ান ব্রিজে সন্ত্রাসী হামলার একদিন পর এ ঘটনা ঘটলো। ওই হমলায় দুই বেসামরিক নাগরিক নিহত হন। আহত হন একটি শিশু। এই হামলার জন্য কিয়েভকে দায়ী করে মস্কো।

রাশিয়ার সঙ্গে সংঘাতের পর থেকে ইউক্রেন বারবার উপদ্বীপটির স্থাপনাগুলো লক্ষ্য করে হামলা করে আসছে। রোববার রাশিয়ার সেভাস্তোপল শহরে একটি বিশাল ড্রোন হামলা চালায় ইউক্রেন, যা রাশিয়ান ব্ল্যাক সি ফ্লিটের ঘাঁটি হিসাবে কাজ করে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ইউক্রেনের ২৮টি ড্রোন ভূপাতিত করলো রাশিয়া

আপডেট : ০৫:১১:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ জুলাই ২০২৩
রাশিয়া অধিকৃত ক্রিমিয়ায় রাতভর মুহুর্মুহু ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। তবে এসব ড্রোন গুলি করে ভূপাতিত করা হয়েছে। মঙ্গলবার সকালে রুশ প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শুইগু এমনটা দাবি করে জানিয়েছেন, রাশিয়ার সামরিক বাহিনী ইউক্রেনের অন্তত ২৮টি ইউএভি প্রতিহত করেছে। দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম আরটির এক প্রতিবেদনে তথ্য জানা গেছে।
রুশ প্রতিরক্ষামন্ত্রী জানান, ক্রিমিয়া উপদ্বীপের পূর্বে গুরুত্বপূর্ণ অবকাঠামোর ওপর একটি গণড্রোন হামলার প্রচেষ্টাকে ব্যর্থ করেছে রাশিয়ান সামরিক বাহিনী। তিনি দাবি করেন, রাতে কয়েক ডজন ড্রোন ইলেকট্রনিকভাবে গুলি করে ভূপাতিত করা হয়েছে।সের্গেই শুইগু বলেন, ১৭টি ইউক্রেনীয় ইউএভি বিমান রুশ প্রতিরক্ষা ব্যবস্থা দ্বারা ধ্বংস করা হয়েছে। আরও ১১টি ইউএভি লক্ষ্যে পৌঁছানোর আগেই ইলেকট্রনিকভাবে ধ্বংস করা হয়েছে বলে মঙ্গলবার সকালে একটি সংক্ষিপ্ত বিবৃতিতে জানিয়েছে রাশিয়ার সেনাবাহিনী।

ক্রিমিয়ার গভর্নর সের্গেই আকসিওনভে জানান, বিমান হামলার চেষ্টা হয়েছে, কিন্তু এতে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতি হয়নি।

ক্রিমিয়ান ব্রিজে সন্ত্রাসী হামলার একদিন পর এ ঘটনা ঘটলো। ওই হমলায় দুই বেসামরিক নাগরিক নিহত হন। আহত হন একটি শিশু। এই হামলার জন্য কিয়েভকে দায়ী করে মস্কো।

রাশিয়ার সঙ্গে সংঘাতের পর থেকে ইউক্রেন বারবার উপদ্বীপটির স্থাপনাগুলো লক্ষ্য করে হামলা করে আসছে। রোববার রাশিয়ার সেভাস্তোপল শহরে একটি বিশাল ড্রোন হামলা চালায় ইউক্রেন, যা রাশিয়ান ব্ল্যাক সি ফ্লিটের ঘাঁটি হিসাবে কাজ করে।