মস্কোতে ড্রোন হামলা, ইউক্রেনকে দায়ী করলো রাশিয়া

- আপডেট : ০৫:৩০:৫৬ অপরাহ্ন, সোমাবার, ২৪ জুলাই ২০২৩
- / 55
রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, ড্রোন দুটির মধ্যে একটি মস্কো শহরের কেন্দ্রে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কাছে ধ্বংস হয়। দুটি ড্রোনই ধ্বংস হয়ে অনাবাসিক ভবনে আঘাত হানে। এতে হতাহতের ঘটনা ঘটেনি।
ইউক্রেনের কৃ্ষ্ণসাগরীয় বন্দর ওডেসায় রুশ ক্ষেপণাস্ত্র হামলার পরিপ্রেক্ষিতে কিয়েভ ‘প্রতিশোধ’ নেয়ার ঘোষণা দেয়ার পরদিনই মস্কোর আকাশসীমায় ইউক্রেনের ড্রোন ধ্বংসের কথা জানালো রাশিয়া।
এ বিষয়ে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, দুটি ড্রোন ব্যবহার করে কিয়েভের শাসকদল মস্কো শহরের বিভিন্ন স্থাপনায় যে সন্ত্রাসী হামলা চালানোর চেষ্টা করেছিল তা নস্যাৎ করা হয়েছে।
এতে বলা হয়, ড্রোন দুটি ধ্বংস করা হয়েছে। এতে কেউ হতাহত হয়নি।
সংবাদ সংস্থা তাসের এক প্রতিবেদনে বলা হয়েছে, ধ্বংস হওয়া ড্রোন দুটির একটি রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কাছে কমসোমলস্কি এলাকায় এবং আরেকটি লিখাচেভা স্ট্রিটের বিজনেস সেন্টারে আঘাত হানে।