ঢাকা ১০:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

ভারতের কেন্দ্রীয় মন্ত্রী নারায়ণ রানে গ্রেপ্তার

প্রতিনিধির নাম
  • আপডেট : ০২:২৯:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ অগাস্ট ২০২১
  • / 95

ভারতের কেন্দ্রীয় মন্ত্রী নারায়ণ রানে। ছবি: সংগ্রহীত

::আন্তর্জাতিক ডেস্ক::

ভারতের মহারাষ্ট্র রাজ্যের মুখ্যমন্ত্রী শিবসেনা নেতা উদ্ধব ঠাকরেকে ‘চড় মারা উচিত’ মন্তব্য করে গ্রেপ্তার হলেন দেশটির কেন্দ্রীয় মন্ত্রী নারায়ণ রানে। আনন্দবাজার অনলাইন জানায়, মঙ্গলবার সকাল থেকেই তার গ্রেপ্তারি নিয়ে ভারতজুড়ে উত্তাপ বাড়ছিল। পরে তাকে গ্রেপ্তার করা হয়।

এনডিটিভি জানায়, গত দুই দশকের মধ্যে এই প্রথম কোনো কেন্দ্রীয় মন্ত্রী ভারতের মন্ত্রীসভায় থাকাকালে গ্রেপ্তার হলেন। রানেকে গ্রেপ্তার করা হবে কিনা তা নিয়ে একটা টানাপড়েন ছিল। নিজেকে বাঁচাতে রানে প্রথমে মুম্বাইয়ের রত্নগিরির আদালতে যান। সেখানে আদালত তার জামিনের আবেদন খারিজ হয়ে যায়।

জানা যায়, কেন্দ্রীয় মন্ত্রী রানেকে গ্রেপ্তার করে মুম্বাইয়ের সঙ্গমেশ্বর থানায় নিয়ে যাওয়া হয়েছে। জানা গেছে, মুম্বাই হাইকোর্টের দ্বারস্থ হতে পারেন রানে।

উদ্ধব ঠাকরেকে নিয়ে মন্তব্যের জেরে ভারতের কেন্দ্রীয় মন্ত্রী নারায়ণ রানের বক্তব্যে চরম ক্ষুব্ধ হন শিবসেনা সমর্থরা। তারা বিক্ষোভ দেখাতে শুরু করেন এবং দক্ষিণ মুম্বাইয়ে অপেরা হাউস ক্রসিংয়ের সামনে তার কুশপুত্তলিকা দাহ করেন।

শিবসেনা সংসদ সদস্য বিনায়ক রাউত ইতোমধ্যে মন্ত্রী রানের মন্তব্য নিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি পাঠিয়েছেন। চিঠিতে তিনি রানের পদত্যাগ দাবি করেন।

উদ্ধব ঠাকরেকে চড় মারা মন্তব্য নিয়ে রানের সঙ্গে দূরত্ব বাড়াতে শুরু করেছে বিজেপি। রাজ্যের বিজেপি নেতা দেবেন্দ্র ফডনবিস বলেন, ‘পুলিশকে বলব আইনমাফিক কাজ করুক তারা।’ রাণের সম্পর্কে তার মন্তব্য, ‘মুখ্যমন্ত্রী সম্পর্কে একটু সংযতভাবে মন্তব্য করা উচিত ছিল তার। আরও ভালভাবে বলতে পারতেন। তবে তার মানে এই নয় যে, এর জন্য হাঙ্গামা করতে হবে।’

তবে বিজেপি সভাপতি এনজে নাড্ডা বলেছেন, নারায়ণ রানের গ্রেপ্তার সংবিধান বহির্ভূত।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ভারতের কেন্দ্রীয় মন্ত্রী নারায়ণ রানে গ্রেপ্তার

আপডেট : ০২:২৯:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ অগাস্ট ২০২১
::আন্তর্জাতিক ডেস্ক::

ভারতের মহারাষ্ট্র রাজ্যের মুখ্যমন্ত্রী শিবসেনা নেতা উদ্ধব ঠাকরেকে ‘চড় মারা উচিত’ মন্তব্য করে গ্রেপ্তার হলেন দেশটির কেন্দ্রীয় মন্ত্রী নারায়ণ রানে। আনন্দবাজার অনলাইন জানায়, মঙ্গলবার সকাল থেকেই তার গ্রেপ্তারি নিয়ে ভারতজুড়ে উত্তাপ বাড়ছিল। পরে তাকে গ্রেপ্তার করা হয়।

এনডিটিভি জানায়, গত দুই দশকের মধ্যে এই প্রথম কোনো কেন্দ্রীয় মন্ত্রী ভারতের মন্ত্রীসভায় থাকাকালে গ্রেপ্তার হলেন। রানেকে গ্রেপ্তার করা হবে কিনা তা নিয়ে একটা টানাপড়েন ছিল। নিজেকে বাঁচাতে রানে প্রথমে মুম্বাইয়ের রত্নগিরির আদালতে যান। সেখানে আদালত তার জামিনের আবেদন খারিজ হয়ে যায়।

জানা যায়, কেন্দ্রীয় মন্ত্রী রানেকে গ্রেপ্তার করে মুম্বাইয়ের সঙ্গমেশ্বর থানায় নিয়ে যাওয়া হয়েছে। জানা গেছে, মুম্বাই হাইকোর্টের দ্বারস্থ হতে পারেন রানে।

উদ্ধব ঠাকরেকে নিয়ে মন্তব্যের জেরে ভারতের কেন্দ্রীয় মন্ত্রী নারায়ণ রানের বক্তব্যে চরম ক্ষুব্ধ হন শিবসেনা সমর্থরা। তারা বিক্ষোভ দেখাতে শুরু করেন এবং দক্ষিণ মুম্বাইয়ে অপেরা হাউস ক্রসিংয়ের সামনে তার কুশপুত্তলিকা দাহ করেন।

শিবসেনা সংসদ সদস্য বিনায়ক রাউত ইতোমধ্যে মন্ত্রী রানের মন্তব্য নিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি পাঠিয়েছেন। চিঠিতে তিনি রানের পদত্যাগ দাবি করেন।

উদ্ধব ঠাকরেকে চড় মারা মন্তব্য নিয়ে রানের সঙ্গে দূরত্ব বাড়াতে শুরু করেছে বিজেপি। রাজ্যের বিজেপি নেতা দেবেন্দ্র ফডনবিস বলেন, ‘পুলিশকে বলব আইনমাফিক কাজ করুক তারা।’ রাণের সম্পর্কে তার মন্তব্য, ‘মুখ্যমন্ত্রী সম্পর্কে একটু সংযতভাবে মন্তব্য করা উচিত ছিল তার। আরও ভালভাবে বলতে পারতেন। তবে তার মানে এই নয় যে, এর জন্য হাঙ্গামা করতে হবে।’

তবে বিজেপি সভাপতি এনজে নাড্ডা বলেছেন, নারায়ণ রানের গ্রেপ্তার সংবিধান বহির্ভূত।