যুক্তরাজ্যেও করোনা টিকার দুই ডোজের সুরক্ষায় ফাঁটল
- আপডেট : ০১:৩০:১৫ অপরাহ্ন, বুধবার, ২৫ অগাস্ট ২০২১
- / 152
এবার যুক্তরাজ্যের গবেষকরা বলছেন, তারা লক্ষ্য করছেন যুক্তরাজ্যেও করোনার দুই ডোজ নেয়া লোকজনের মধ্যে সুরক্ষা-ক্ষমতা ক্রমে কমে আসছে। বুধবার বিবিসির খবরে এ তথ্য জানানো হয়।
চলতি বছরের মে ও জুলাই মাসে ফাইজার অথবা অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন (টিকা) গ্রহণকারী ১০ লাখের বেশি মানুষের কোভিড পিসিআর টেস্টের ভিত্তিতে গবেষকরা এ তথ্য জানিয়েছেন।
ভাইরাসের বিরুদ্ধে কি হারে কমেছে টিকার সুরক্ষা-ক্ষমতা? গবেষকরা দেখেছেন, ফাইজার টিকার দুই ডোজ নেয়া লোকজনের সুরক্ষা-ক্ষমতা প্রথম মাসে কমে ৮৮ শতাংশ হয়, যা পাঁচ থেকে ছয় মাসে আরও কমে ৭৪ শতাংশে চলে যায়।
তবে বিশেষজ্ঞরা বলছেন, সুরক্ষ-ক্ষমতা কমে যাওয়াটা অপ্রত্যাশিত নয়। তারা বলছেন, বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া গুরুতর কোভিড অসুস্থতা এবং মৃত্যুর বিরুদ্ধে টিকা এখন পর্যন্ত মানুষকে সুরক্ষা দিচ্ছে।
যুক্তরাজ্যের জনস্বাস্থ্য বিভাগ বলছে, কোভিড-১৯ ভ্যাকসিন প্রোগ্রামের কারণে ইংল্যান্ডে আনুমানিক ৮৪ হাজার ৬০০ মৃত্যু ও ২০ কোটি ৩০ লাখ করোনা সংক্রমণ ঠেকানো সম্ভব হয়েছে।