সরকারি চাকরির বয়সসীমা কোন দেশে কত
- আপডেট : ০১:৩৭:০৪ অপরাহ্ন, শনিবার, ১২ জুন ২০২১
- / 336
বাংলাদেশে সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে দীর্ঘদিন ধরে চলছে নানা মিছিল মিটিং, আন্দোলন। ৩০, ৩২ নাকি ৩৫ বছর? কেউ বলছে ৩০ ঠিক। কেউ বলছে ৩৫ বছর ছাড়া উপায় নেই। অনেকেরই আবার বিশ্ববিদ্যালয়ের পাঠ চুকাতে চুকাতেই শেষ হয়ে যায় সরকারির চাকরির আবেদনের বয়সসীমা।
তবে সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমার কোনো আন্তর্জাতিক মানদণ্ড নেই। একেক দেশে সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা একেক রকম।
জানবো কোন দেশের বয়সসীমা কত-
বাংলাদেশ
বাংলাদেশে সরকারি চাকরিতে প্রবেশের সর্বোচ্চ বয়সসীমা ৩০ বছর। সম্প্রতি সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩২ করার দাবি জানিয়েছেন চাকরিপ্রত্যাশীদের একাংশ। অথচ সহকারী বিচারক এবং বিসিএস স্বাস্থ্য তথা সরকারি ডাক্তারদের ক্ষেত্রে বয়সসীমা ৩২। বিভিন্ন কোটার ক্ষেত্রেও এই বয়সসীমা ৩২ বছর।
ভারত
ভারতের সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা একটু ভিন্ন। রাজ্যভেদে সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ থেকে ৪৫ বছর। পশ্চিমবঙ্গে চাকরিতে প্রবেশের বয়সসীমা ৪০ বছর।
শ্রীলঙ্কা
দক্ষিণ এশিয়ার দ্বীপ রাষ্ট্র শ্রীলঙ্কা। এই দেশে সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৪৫ বছর।
তাইওয়ান
পূর্ব এশিয়ার দেশ তাইওয়ান। আর্থিকভাবে দক্ষিণ এশিয়ার দেশগুলোর চেয়ে বেশ এগিয়ে তাইওয়ান। এই দেশে সরকারি চাকরিতে যোগ দেয়ার বয়স সর্বোচ্চ ৩৫ বছর।
ইন্দোনেশিয়া
দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ইন্দোনেশিয়া। শ্রীলঙ্কার মতো এ দেশের নাগরিকরাও সরকারি চাকরিতে যোগ দিতে পারেন ৪৫ বছর পর্যন্ত।
কাতার
মধ্যপ্রাচ্যের সবচেয়ে ধনী দেশ কাতার। তেল সমৃদ্ধ এই দেশে সরকারি চাকরিতে প্রবেশের সর্বোচ্চ বয়সসীমা ৩৫ বছর।
সুইডেন
সুখী দেশ হিসেবে সুইডেনের সুনাম রয়েছে। এ দেশে সরকারি চাকরিতে প্রবেশের সুযোগ ৪৭ বছর পর্যন্ত ।
ফ্রান্স
ইউরোপের অন্যতম ধনী ও পরাশক্তি ফ্রান্স। এ দেশে ৪০ বছর বয়সেও সরকারি চাকরিতে যোগ দিতে পারেন।
ইতালি
ইউরোপের আরেক ধনী দেশে ইতালি। এ দেশেও ৩৫ বছর পর্যন্ত কেউ সরকারি চাকরিতে প্রবেশ করতে পারেন।
আমেরিকা
যুক্তরাষ্ট্র, আধুনিকতা ও নাগরিক স্বাধীনতায় তারা নিজেদের সেরা দাবি করেন। সে অনুসারে এই দেশে ৫৯ বছর বয়সেও একজন নাগরিক সরকারি চাকরিতে যোগ দিতে পারেন।
কানাডা
এই দেশে সরকারি চাকরিতে প্রবেশের সুযোগ ৪৭ বছর হলে শেষ হয়ে যায়।