ঢাকা ০৫:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

মৃত্যু স্থিতিশীল, শনাক্ত আরও ৭৯৪  

প্রতিনিধির নাম
  • আপডেট : ০১:৫৭:৩৪ অপরাহ্ন, সোমাবার, ৪ অক্টোবর ২০২১
  • / 77
গত একদিনে সারাদেশে করোনায় আক্রান্ত হয়ে আরও ১৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃত্যুর সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে মোট ২৭ হাজার ৫৯১ জনে। এর আগে গতকাল রোববার করোনায় আক্রান্ত হয়ে সারাদেশে ১৮ জনের মৃত্যু হয়।

এছাড়া গত একদিনে নতুন করে শনাক্ত হয়েছেন আরও ৭৯৪ জন। নতুন শনাক্তের ফলে দেশে এখন মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৫৮ হাজার ৭৫৮ জনে।

সোমবার বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

অধিদপ্তর থেকে বলা হয়, গত একদিনে নমুনা পরীক্ষা বিবেচনায় করোনা শনাক্তের হার ৩ দশমিক ১৯ শতাংশ। এ পর্যন্ত করোনা শনাক্তের গড় হার ১৫ দশমিক ৮৭ শতাংশ। গত এক দিনে সুস্থ হয়েছেন ৮৩৪ জন। এ পর্যন্ত করোনামুক্ত হয়েছেন ১৫ লাখ ১৯ হাজার ৫৮৮ জন। সুস্থতার হার ৯৭ দশমিক ৪৯ শতাংশ। করোনায় মৃত্যুর হার ১ দশমিক ৭৭ শতাংশ।

করোনায় মৃতদের মধ্যে ঢাকা বিভাগের সাতজন, চট্টগ্রাম বিভাগের পাঁচজন, রাজশাহী বিভাগের একজন, খুলনা বিভাগের একজন, বরিশাল বিভাগের একজন এবং সিলেট বিভাগের তিনজন। রংপুর ও ময়মনসিংহ বিভাগ মৃত্যু শূন্য।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

মৃত্যু স্থিতিশীল, শনাক্ত আরও ৭৯৪  

আপডেট : ০১:৫৭:৩৪ অপরাহ্ন, সোমাবার, ৪ অক্টোবর ২০২১
গত একদিনে সারাদেশে করোনায় আক্রান্ত হয়ে আরও ১৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃত্যুর সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে মোট ২৭ হাজার ৫৯১ জনে। এর আগে গতকাল রোববার করোনায় আক্রান্ত হয়ে সারাদেশে ১৮ জনের মৃত্যু হয়।

এছাড়া গত একদিনে নতুন করে শনাক্ত হয়েছেন আরও ৭৯৪ জন। নতুন শনাক্তের ফলে দেশে এখন মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৫৮ হাজার ৭৫৮ জনে।

সোমবার বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

অধিদপ্তর থেকে বলা হয়, গত একদিনে নমুনা পরীক্ষা বিবেচনায় করোনা শনাক্তের হার ৩ দশমিক ১৯ শতাংশ। এ পর্যন্ত করোনা শনাক্তের গড় হার ১৫ দশমিক ৮৭ শতাংশ। গত এক দিনে সুস্থ হয়েছেন ৮৩৪ জন। এ পর্যন্ত করোনামুক্ত হয়েছেন ১৫ লাখ ১৯ হাজার ৫৮৮ জন। সুস্থতার হার ৯৭ দশমিক ৪৯ শতাংশ। করোনায় মৃত্যুর হার ১ দশমিক ৭৭ শতাংশ।

করোনায় মৃতদের মধ্যে ঢাকা বিভাগের সাতজন, চট্টগ্রাম বিভাগের পাঁচজন, রাজশাহী বিভাগের একজন, খুলনা বিভাগের একজন, বরিশাল বিভাগের একজন এবং সিলেট বিভাগের তিনজন। রংপুর ও ময়মনসিংহ বিভাগ মৃত্যু শূন্য।