ঢাকা ০৬:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

পিএনজিকে ১৭ রানে হারালো স্কটল্যান্ড

প্রতিনিধির নাম
  • আপডেট : ০১:৫০:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ অক্টোবর ২০২১
  • / 131
টি-টোয়েন্টি বিশ্বকাপে পাপুয়া নিউগিনিকে (পিএনজি) ১৭ রানে হারিয়েছে স্কটল্যান্ড। টসে জিতে প্রথমে ব্যাটিং করে ২০ ওভারে ৯টি উইকেট হারিয়ে ১৬৬ রানের লক্ষ্য দেয় স্কটিশরা।

জবাবে ১৯ দশমিক ৩ ওভারে ১৪৮ রানে গুটিয়ে যায় পিএনজি। দেশটির হয়ে সর্বোচ্চ ৪৭ রানের ইনিংস খেলেন নরম্যান ভানুয়া। এ ছাড়া সিসি বাউ করেছেন ২৪ রানের একটি ইনিংস। স্কটল্যান্ডের হয়ে জস ডেভি ১৮ রানে ৪ উইকেট তুলে নেন।

এর আগে স্কটল্যান্ড ৩০ রানের মধ্যে দুই উদ্বোধনী ব্যাটসম্যাট জর্জ মুনসি ও কাইল কোয়েৎজারকে হারায়। এর পরই রিচি বেরিংটন ও মেথ্যু ক্রস জুটি বাধেন। মেথ্যু ক্রস ৪৫ রান করে প্যাভিলিওনে ফিরে গেলেও রিচি বেরিংটন করেন ইনিংস সর্বোচ্চ ৭০ রান।

পাপুয়া নিউগিনির হয়ে সর্বোচ্চ চার উইকেট নিয়েছেন কাবুয়া মরিয়া। তিনি চার ওভারে দিয়েছেন ৩১ রান। চাদ সোপার ২৪ রান দিয়ে পেয়েছেন তিন উইকেট।

এর আগে পাপুয়া নিউগিনি একটি ম্যাচ খেলে। ওই ম্যাচে ওমানের বিরুদ্ধে বড় ব্যবদানে হেরেছিল তারা। আর স্কটল্যান্ড সামান্য ব্যবদানে বাংলাদেশের বিপক্ষে অঘটন ঘটিয়েছিল।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

পিএনজিকে ১৭ রানে হারালো স্কটল্যান্ড

আপডেট : ০১:৫০:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ অক্টোবর ২০২১
টি-টোয়েন্টি বিশ্বকাপে পাপুয়া নিউগিনিকে (পিএনজি) ১৭ রানে হারিয়েছে স্কটল্যান্ড। টসে জিতে প্রথমে ব্যাটিং করে ২০ ওভারে ৯টি উইকেট হারিয়ে ১৬৬ রানের লক্ষ্য দেয় স্কটিশরা।

জবাবে ১৯ দশমিক ৩ ওভারে ১৪৮ রানে গুটিয়ে যায় পিএনজি। দেশটির হয়ে সর্বোচ্চ ৪৭ রানের ইনিংস খেলেন নরম্যান ভানুয়া। এ ছাড়া সিসি বাউ করেছেন ২৪ রানের একটি ইনিংস। স্কটল্যান্ডের হয়ে জস ডেভি ১৮ রানে ৪ উইকেট তুলে নেন।

এর আগে স্কটল্যান্ড ৩০ রানের মধ্যে দুই উদ্বোধনী ব্যাটসম্যাট জর্জ মুনসি ও কাইল কোয়েৎজারকে হারায়। এর পরই রিচি বেরিংটন ও মেথ্যু ক্রস জুটি বাধেন। মেথ্যু ক্রস ৪৫ রান করে প্যাভিলিওনে ফিরে গেলেও রিচি বেরিংটন করেন ইনিংস সর্বোচ্চ ৭০ রান।

পাপুয়া নিউগিনির হয়ে সর্বোচ্চ চার উইকেট নিয়েছেন কাবুয়া মরিয়া। তিনি চার ওভারে দিয়েছেন ৩১ রান। চাদ সোপার ২৪ রান দিয়ে পেয়েছেন তিন উইকেট।

এর আগে পাপুয়া নিউগিনি একটি ম্যাচ খেলে। ওই ম্যাচে ওমানের বিরুদ্ধে বড় ব্যবদানে হেরেছিল তারা। আর স্কটল্যান্ড সামান্য ব্যবদানে বাংলাদেশের বিপক্ষে অঘটন ঘটিয়েছিল।