ঢাকা ০৮:০৮ পূর্বাহ্ন, রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

টিকার জন্য ২০ হাজার কোটি টাকার বেশি খরচ হয়েছে

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : ১২:৪৪:৩৮ অপরাহ্ন, সোমাবার, ৭ ফেব্রুয়ারী ২০২২
  • / 137
টিকার জন্য এখন পর্যন্ত ২০ হাজার কোটি টাকার বেশি খরচ হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। সোমবার সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

এসময় চলতি বছরের শেষ নাগাদ বুস্টার ডোজসহ সবার টিকাদান শেষ হবে বলে আশা ব্যক্ত করেন তিনি।

তিনি জানান, দেশের ১৪ কোটি মানুষকে টিকা দেয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এরমধ্যে ৭০ শতাংশ মানুষ টিকা পেয়েছে। টিকাদান কার্যক্রম সফলভাবে চলছে।

মন্ত্রী বলেন, ডিসেম্বরের মধ্যে দেশের মানুষ বুস্টারসহ টিকার পরিপূর্ণ ডোজ পাবে। এ বছরের শেষ নাগাদ বুস্টার ডোজসহ সবার টিকাদান সম্পন্ন হবে।

এসময় করোনার সব টিকাই কার্যকর উল্লেখ করে মন্ত্রী বলেন, যে টিকা পাওয়া যাবে, সেটি নিতে হবে।

জাহিদ মালেক বলেন, এখন পর্যন্ত সাড়ে ২৭ কোটি টিকা পেয়েছি। ১০ কোটির মতো টিকা এখনও হাতে আছে। দেশে দেড় থেকে পৌনে ২ কোটি মানুষ এখনও টিকা নেননি।

প্রথম ডোজ ১০ কোটি, দ্বিতীয় ডোজ প্রায় ৭ কোটি, শিক্ষার্থীদের দেড় কোটির মতো (টিকা) দেয়া হয়েছে বলেও জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

টিকার জন্য ২০ হাজার কোটি টাকার বেশি খরচ হয়েছে

আপডেট : ১২:৪৪:৩৮ অপরাহ্ন, সোমাবার, ৭ ফেব্রুয়ারী ২০২২
টিকার জন্য এখন পর্যন্ত ২০ হাজার কোটি টাকার বেশি খরচ হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। সোমবার সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

এসময় চলতি বছরের শেষ নাগাদ বুস্টার ডোজসহ সবার টিকাদান শেষ হবে বলে আশা ব্যক্ত করেন তিনি।

তিনি জানান, দেশের ১৪ কোটি মানুষকে টিকা দেয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এরমধ্যে ৭০ শতাংশ মানুষ টিকা পেয়েছে। টিকাদান কার্যক্রম সফলভাবে চলছে।

মন্ত্রী বলেন, ডিসেম্বরের মধ্যে দেশের মানুষ বুস্টারসহ টিকার পরিপূর্ণ ডোজ পাবে। এ বছরের শেষ নাগাদ বুস্টার ডোজসহ সবার টিকাদান সম্পন্ন হবে।

এসময় করোনার সব টিকাই কার্যকর উল্লেখ করে মন্ত্রী বলেন, যে টিকা পাওয়া যাবে, সেটি নিতে হবে।

জাহিদ মালেক বলেন, এখন পর্যন্ত সাড়ে ২৭ কোটি টিকা পেয়েছি। ১০ কোটির মতো টিকা এখনও হাতে আছে। দেশে দেড় থেকে পৌনে ২ কোটি মানুষ এখনও টিকা নেননি।

প্রথম ডোজ ১০ কোটি, দ্বিতীয় ডোজ প্রায় ৭ কোটি, শিক্ষার্থীদের দেড় কোটির মতো (টিকা) দেয়া হয়েছে বলেও জানান তিনি।