ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে যুবকের গলা কেটে হত্যা

চট্টগ্রাম প্রতিনিধি
  • আপডেট : ০৮:০৪:০০ অপরাহ্ন, সোমাবার, ১৪ ফেব্রুয়ারী ২০২২
  • / 619
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় পারিবারিক কলহ ও ফেসবুকে স্ট্যাটাস দেয়াকে কেন্দ্র করে জসিম উদ্দিন (৩০) নামে এক যুবকের গলা কেটে হত্যা করা হয়েছে।

সোমবার ভোরে উপজেলার ভূজপুর থানার দাঁতমারা ইউনিয়নের ইসলামপুর গ্রামের আলী আহসানের বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত জসিম উদ্দিন ওই এলাকার আলী আহসানের ছেলে। তিনি পেশায় একজন টমটম চালক।

বিষয়টি নিশ্চিত করেন ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হেলাল উদ্দিন ফারুকী। তিনি বলেন, সোমবার সকালে পারিবারিক কলহ ও ফেসবুকে স্ট্যাটাস দেয়াকে কেন্দ্র করেই একই গ্রামের আক্কাস ও মামুনের সঙ্গে জসিমের মারামারির ঘটনা ঘটে। এসময় জসিম উদ্দিন তাদের ঝগড়া মিটাতে গিয়ে ছুরিকাঘাতে আহত হন। পরে স্থানীয়রা আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, খবর পেয়ে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে যুবকের গলা কেটে হত্যা

আপডেট : ০৮:০৪:০০ অপরাহ্ন, সোমাবার, ১৪ ফেব্রুয়ারী ২০২২
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় পারিবারিক কলহ ও ফেসবুকে স্ট্যাটাস দেয়াকে কেন্দ্র করে জসিম উদ্দিন (৩০) নামে এক যুবকের গলা কেটে হত্যা করা হয়েছে।

সোমবার ভোরে উপজেলার ভূজপুর থানার দাঁতমারা ইউনিয়নের ইসলামপুর গ্রামের আলী আহসানের বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত জসিম উদ্দিন ওই এলাকার আলী আহসানের ছেলে। তিনি পেশায় একজন টমটম চালক।

বিষয়টি নিশ্চিত করেন ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হেলাল উদ্দিন ফারুকী। তিনি বলেন, সোমবার সকালে পারিবারিক কলহ ও ফেসবুকে স্ট্যাটাস দেয়াকে কেন্দ্র করেই একই গ্রামের আক্কাস ও মামুনের সঙ্গে জসিমের মারামারির ঘটনা ঘটে। এসময় জসিম উদ্দিন তাদের ঝগড়া মিটাতে গিয়ে ছুরিকাঘাতে আহত হন। পরে স্থানীয়রা আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, খবর পেয়ে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।