ঢাকা ০১:১৮ অপরাহ্ন, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

‘ডু অর ডাই’ ম্যাচের প্রথমার্ধে এগিয়ে বাংলাদেশ

প্রতিনিধির নাম
  • আপডেট : ১২:০৫:৪৯ অপরাহ্ন, বুধবার, ১৩ অক্টোবর ২০২১
  • / 97
বাঁচা–মরার ম্যাচ। হারলে বিদায়, ড্র করলেও চলবে না। সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলতে হলে এ ম্যাচ জিততেই হবে বাংলাদেশকে। এমন কঠিন সমীকরণ নিয়ে বুধবার মালে স্টেডিয়ামে নেপালের বিরুদ্ধে মাঠে নেমেছে জামাল ভুঁইয়ারা।

খেলার শুরুতেই লিড নিয়েছে বাংলাদেশ দল। ম্যাচের ৯ মিনিটের মাথায় জামাল ভূঁইয়ার ফ্রিকিকে মাথা ছুঁইয়ে গোলে করে বাংলাদেশকে এগিয়ে নেন সুমন রেজা।

দুই ম্যাচ পর আবার একাদশে সুযোগ পেয়েছেন সুমন। সেই সুযোগের পূর্ণ ব্যবহার করলেন তিনি।

নেপালের সঙ্গে অলিখিত এই ফাইনালে প্রথমার্ধের খেলা শেষে ১-০ গোলে এগিয়ে আছে বাংলাদেশ।

গুরুত্বপূর্ণ এ ম্যাচে নেপালের জন্য ফাইনালে যাওয়ার সমীকরণটা বাংলাদেশের চেয়ে একটু সহজই বলা যায়। জামাল ভূঁইয়াদের জয় আটকে কোনোরকম ড্র করে ১ পয়েন্ট পেলেই ফাইনালে যাবে তারা।

আজ একাদশে ৪ পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ। দলে নেই আগের ম্যাচ খেলা মতিন মিয়া। তার জায়গায় খেলছেন সুমন রেজা।

এ ছাড়াও রহমত মিয়ার জায়গায় খেলছেন টুটুল হোসেন বাদশা। ইয়াছিন আরাফাত দুই হলুদ কার্ডের কারণে নেই। দলে ফিরেছেন রাকিব হোসেন ও বিশ্বনাথ ঘোষ।

আজ জিততে পারলে বাংলাদেশ ১৬ বছর পর দক্ষিণ এশিয়ার বিশ্বকাপ খ্যাত সাফ ফুটবলের ফাইনাল খেলবে।

বাংলাদেশ একাদশ: আনিসুর, তপু বর্মণ, তারিক, বিশ্বনাথ, বাদশা, জামাল, ইব্রাহিম, রাকিব, বিপলু, সাদ উদ্দিন, সুমন রেজা

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

‘ডু অর ডাই’ ম্যাচের প্রথমার্ধে এগিয়ে বাংলাদেশ

আপডেট : ১২:০৫:৪৯ অপরাহ্ন, বুধবার, ১৩ অক্টোবর ২০২১
বাঁচা–মরার ম্যাচ। হারলে বিদায়, ড্র করলেও চলবে না। সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলতে হলে এ ম্যাচ জিততেই হবে বাংলাদেশকে। এমন কঠিন সমীকরণ নিয়ে বুধবার মালে স্টেডিয়ামে নেপালের বিরুদ্ধে মাঠে নেমেছে জামাল ভুঁইয়ারা।

খেলার শুরুতেই লিড নিয়েছে বাংলাদেশ দল। ম্যাচের ৯ মিনিটের মাথায় জামাল ভূঁইয়ার ফ্রিকিকে মাথা ছুঁইয়ে গোলে করে বাংলাদেশকে এগিয়ে নেন সুমন রেজা।

দুই ম্যাচ পর আবার একাদশে সুযোগ পেয়েছেন সুমন। সেই সুযোগের পূর্ণ ব্যবহার করলেন তিনি।

নেপালের সঙ্গে অলিখিত এই ফাইনালে প্রথমার্ধের খেলা শেষে ১-০ গোলে এগিয়ে আছে বাংলাদেশ।

গুরুত্বপূর্ণ এ ম্যাচে নেপালের জন্য ফাইনালে যাওয়ার সমীকরণটা বাংলাদেশের চেয়ে একটু সহজই বলা যায়। জামাল ভূঁইয়াদের জয় আটকে কোনোরকম ড্র করে ১ পয়েন্ট পেলেই ফাইনালে যাবে তারা।

আজ একাদশে ৪ পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ। দলে নেই আগের ম্যাচ খেলা মতিন মিয়া। তার জায়গায় খেলছেন সুমন রেজা।

এ ছাড়াও রহমত মিয়ার জায়গায় খেলছেন টুটুল হোসেন বাদশা। ইয়াছিন আরাফাত দুই হলুদ কার্ডের কারণে নেই। দলে ফিরেছেন রাকিব হোসেন ও বিশ্বনাথ ঘোষ।

আজ জিততে পারলে বাংলাদেশ ১৬ বছর পর দক্ষিণ এশিয়ার বিশ্বকাপ খ্যাত সাফ ফুটবলের ফাইনাল খেলবে।

বাংলাদেশ একাদশ: আনিসুর, তপু বর্মণ, তারিক, বিশ্বনাথ, বাদশা, জামাল, ইব্রাহিম, রাকিব, বিপলু, সাদ উদ্দিন, সুমন রেজা