সাকিবকে ছাড়াই অনুশীলনে মাহমুদউল্লাহরা
- আপডেট : ০৬:৫৪:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ অগাস্ট ২০২১
- / 150
এই সিরিজ সামনে রেখে শুক্রবার প্রথম অনুশীলন শুরু করেছে বাংলাদেশ ক্রিকেট দল। তবে প্রথম দিনের অনুশীলনে ছিলেন না সাবেক টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসান। অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শেষ করে পরিবারের সাথে সময় কাটাতে যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন বিশ্বসেরা অলরাউন্ডার।
সেখান থেকে ওমরা পালন করতে পবিত্র সৌদি আরবে যান তিনি। হজ শেষ করে সৌদি আরব থেকে ২৫ আগস্ট ঢাকায় আসেন তিনি। দেশে ফিরেই হোটেল ইন্টার কন্টিনেন্টালে তিন দিনের কোয়ারেন্টাইন করছেন সাকিব। তবে ২৮ আগস্ট থেকে সাকিব আল হাসানকে অনুশীলনে দেখা যাবে বলে জানিয়েছে বিসিবির মিডিয়া বিভাগ।
এদিকে তিনদিনের কোয়ারেন্টাইন শেষে আজ বিকেলে অনুশীলনে নামবে নিউজিল্যান্ড দলও। যা চলবে ৩১ আগস্ট মঙ্গলবার পর্যন্ত।
আসন্ন সিরিজকে কেন্দ্র করে বৃহস্পতিবার (১৯ আগস্ট) ১৯ জনের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দলে ফিরেছেন মুশফিকুর রহিম, লিটন দাস ও আমিনুল ইসলাম বিপ্লব। বাদ পড়েছেন মোহাম্মদ মিঠুন।
বাংলাদেশ স্কোয়াড
মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, সৌম্য সরকার, লিটন কুমার দাস, মোসাদ্দেক হোসেন সৈকত, আফিফ হোসেন, নাঈম শেখ, কাজী নুরুল হাসান, শামীম হোসেন, রুবেল হোসেন, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, সাইফউদ্দিন, শরিফুল ইসলাম, তাইজুল ইসলাম, শেখ মেহেদী হাসান, আমিনুল ইসলাম বিপ্লব ও নাসুম আহমেদ।