ঢাকা ০৯:১৩ অপরাহ্ন, সোমবার, ০৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

ইবিতে আন্তর্জাতিক চিত্র প্রদর্শনী শুরু

ইবি প্রতিনিধি
  • আপডেট : ০৮:৩২:১০ অপরাহ্ন, শনিবার, ২১ মে ২০২২
  • / 134
প্রথমবারের মতো ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) শুরু হয়েছে দুই দিনব্যাপী আন্তর্জাতিক আলোকচিত্র প্রদর্শনী।

শনিবার সকালে বিশ্ববিদ্যালয় টিএসসির করিডোরে ফটোগ্রাফি এসোসিয়েশনের আয়োজনে এ প্রদর্শনীর উদ্বোধন করা হয়। প্রদর্শনী চলবে আগামী ২২ মে পর্যন্ত।

আয়োজক সূত্রে জানা যায়, আলোকচিত্র প্রদর্শনীর জন্য ছবি আহ্বান করা হয়। বিভিন্ন ক্যাটাগরিতে বাংলাদেশসহ বিশ্বের কয়েকটি দেশ থেকে আলোকচিত্রীরা প্রায় ১২০০ ছবি জমা দেন। সেখান থেকে বাছাই করে ৮২ টি ছবি প্রদর্শন করা হবে। প্রদর্শিত ছবিগুলো দর্শনার্থীরা কিনতে চাইলে ফটোগ্রাফারদের সঙ্গে যোগাযোগ সাপেক্ষে নির্ধারিত মূল্যে কিনতেও পারবেন। এছাড়া প্রদর্শনীর শেষ দিনে সেরা ৬ ছবির আলোকচিত্রীকে ২০ হাজার টাকা প্রাইজমানি প্রদান করা হবে।

সংগঠনটির সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান বলেন, প্রথমবারের মতো আমরা ইবিতে আন্তর্জাতিক আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করেছি। এখানে দেশ, বিদেশের অনেক আলোকচিত্রীদের ছবি প্রদর্শিত হচ্ছে। প্রদর্শনীতে আন্তর্জাতিক মানের বেশ কয়েকটি ছবি রয়েছে।

উল্লেখ্য, অনুষ্ঠানের শেষ দিনে বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি, প্রক্টরসহ অতিথিদের নিয়ে সমাপনী ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ইবিতে আন্তর্জাতিক চিত্র প্রদর্শনী শুরু

আপডেট : ০৮:৩২:১০ অপরাহ্ন, শনিবার, ২১ মে ২০২২
প্রথমবারের মতো ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) শুরু হয়েছে দুই দিনব্যাপী আন্তর্জাতিক আলোকচিত্র প্রদর্শনী।

শনিবার সকালে বিশ্ববিদ্যালয় টিএসসির করিডোরে ফটোগ্রাফি এসোসিয়েশনের আয়োজনে এ প্রদর্শনীর উদ্বোধন করা হয়। প্রদর্শনী চলবে আগামী ২২ মে পর্যন্ত।

আয়োজক সূত্রে জানা যায়, আলোকচিত্র প্রদর্শনীর জন্য ছবি আহ্বান করা হয়। বিভিন্ন ক্যাটাগরিতে বাংলাদেশসহ বিশ্বের কয়েকটি দেশ থেকে আলোকচিত্রীরা প্রায় ১২০০ ছবি জমা দেন। সেখান থেকে বাছাই করে ৮২ টি ছবি প্রদর্শন করা হবে। প্রদর্শিত ছবিগুলো দর্শনার্থীরা কিনতে চাইলে ফটোগ্রাফারদের সঙ্গে যোগাযোগ সাপেক্ষে নির্ধারিত মূল্যে কিনতেও পারবেন। এছাড়া প্রদর্শনীর শেষ দিনে সেরা ৬ ছবির আলোকচিত্রীকে ২০ হাজার টাকা প্রাইজমানি প্রদান করা হবে।

সংগঠনটির সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান বলেন, প্রথমবারের মতো আমরা ইবিতে আন্তর্জাতিক আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করেছি। এখানে দেশ, বিদেশের অনেক আলোকচিত্রীদের ছবি প্রদর্শিত হচ্ছে। প্রদর্শনীতে আন্তর্জাতিক মানের বেশ কয়েকটি ছবি রয়েছে।

উল্লেখ্য, অনুষ্ঠানের শেষ দিনে বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি, প্রক্টরসহ অতিথিদের নিয়ে সমাপনী ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হবে।