ঢাকা ০৬:০২ অপরাহ্ন, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

মিরপুর ইংলিশ ভার্সন স্কুলে স্বাধীনতা দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : ০৩:০৮:৫৮ অপরাহ্ন, বুধবার, ২৭ মার্চ ২০২৪
  • / 118

বঙ্গবন্ধুর নেতৃত্বে গড়া এই স্বাধীন দেশের নাগরিক হিসেবে আজ আমরা বিশ্বের বুকে মাথা উচু করে কথা বলতে পারছি। বঙ্গবন্ধু স্বাধীনতার ডাক না দিলে দেশও স্বাধীন হতো না, আমাদের মনে সাহসও থাকতোনা। তাই স্বাধীনতার ভেতর দিয়ে বিশ্বের কাছে আজ এটাই প্রমাণিত যে, নিজেদের অধিকার আদায় করতে বাঙালি জাতি লড়াই করতে জানে এবং পারেও।

মঙ্গলবার (২৬ মার্চ ২০২৪) রাজধানীর মিরপুর ইংলিশ ভার্সন স্কুল এন্ড কলেজে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। মিরপুর ইংলিশ ভার্সন স্কুল এন্ড কলেজ আয়োজিত স্বাধীনতা দিবসের কর্মসূচীর মধ্যে ছিল আলোচনা সভা, শিশু-কিশোরদের কবিতা আবৃত্তি এবং চিত্রাংকন প্রতিযোগিতা।।

সভাপতির বক্তব্যে মিরপুর ইংলিশ ভার্সন স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. ইয়াহিয়া খান রিজন বলেন, দেশের জনগণ আজ স্বাধীনতার সুফল ভোগ করছে। সারাবিশ্বের কাছে আমরা আজ এক বীরের জাতিতে পরিচিতি লাভ করেছি। সবই সম্ভব হয়েছে বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণার কারণে। তা না হলে হয়তো আজও আমরা পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ থেকে যেতাম।

অধ্যক্ষ রিজন আরও বলেন,প্রতি বছরের ন্যায় এবারও আমরা স্বাধীনতা দিবসে শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা এবং কবিতা আবৃত্তি প্রতিযোগিতার আয়োজন করেছি। যেখানে শিশুরা তাদের লুকায়িত সুপ্ত প্রতিভা বিকাশের সুযোগ পেয়েছে। এছাড়া স্বাধীনতার সঠিক ইতিহাস সন্বন্ধেও জানতে পারছে। ভবিষ্যতেও আমাদের এমন প্রয়াস অব্যাহত থাকবে। সেই সঙ্গে আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞত প্রকাশ করছি শিশুদের নিয়ে আমাদের এই আয়োজন সফল ও সুন্দর করতে যারা সর্বাত্নক সহযোগিতা করেছেন বিশেষ করে একরন এবং ফেবারক্যাসেলকে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

মিরপুর ইংলিশ ভার্সন স্কুলে স্বাধীনতা দিবস পালিত

আপডেট : ০৩:০৮:৫৮ অপরাহ্ন, বুধবার, ২৭ মার্চ ২০২৪

বঙ্গবন্ধুর নেতৃত্বে গড়া এই স্বাধীন দেশের নাগরিক হিসেবে আজ আমরা বিশ্বের বুকে মাথা উচু করে কথা বলতে পারছি। বঙ্গবন্ধু স্বাধীনতার ডাক না দিলে দেশও স্বাধীন হতো না, আমাদের মনে সাহসও থাকতোনা। তাই স্বাধীনতার ভেতর দিয়ে বিশ্বের কাছে আজ এটাই প্রমাণিত যে, নিজেদের অধিকার আদায় করতে বাঙালি জাতি লড়াই করতে জানে এবং পারেও।

মঙ্গলবার (২৬ মার্চ ২০২৪) রাজধানীর মিরপুর ইংলিশ ভার্সন স্কুল এন্ড কলেজে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। মিরপুর ইংলিশ ভার্সন স্কুল এন্ড কলেজ আয়োজিত স্বাধীনতা দিবসের কর্মসূচীর মধ্যে ছিল আলোচনা সভা, শিশু-কিশোরদের কবিতা আবৃত্তি এবং চিত্রাংকন প্রতিযোগিতা।।

সভাপতির বক্তব্যে মিরপুর ইংলিশ ভার্সন স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. ইয়াহিয়া খান রিজন বলেন, দেশের জনগণ আজ স্বাধীনতার সুফল ভোগ করছে। সারাবিশ্বের কাছে আমরা আজ এক বীরের জাতিতে পরিচিতি লাভ করেছি। সবই সম্ভব হয়েছে বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণার কারণে। তা না হলে হয়তো আজও আমরা পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ থেকে যেতাম।

অধ্যক্ষ রিজন আরও বলেন,প্রতি বছরের ন্যায় এবারও আমরা স্বাধীনতা দিবসে শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা এবং কবিতা আবৃত্তি প্রতিযোগিতার আয়োজন করেছি। যেখানে শিশুরা তাদের লুকায়িত সুপ্ত প্রতিভা বিকাশের সুযোগ পেয়েছে। এছাড়া স্বাধীনতার সঠিক ইতিহাস সন্বন্ধেও জানতে পারছে। ভবিষ্যতেও আমাদের এমন প্রয়াস অব্যাহত থাকবে। সেই সঙ্গে আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞত প্রকাশ করছি শিশুদের নিয়ে আমাদের এই আয়োজন সফল ও সুন্দর করতে যারা সর্বাত্নক সহযোগিতা করেছেন বিশেষ করে একরন এবং ফেবারক্যাসেলকে।