ঢাকা ১০:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

কক্সবাজারে গিয়েছিলেন পল্লবীর ‘নিখোঁজ’ সেই ৩ ছাত্রী

প্রতিনিধির নাম
  • আপডেট : ০১:৩১:২৭ অপরাহ্ন, বুধবার, ৬ অক্টোবর ২০২১
  • / 119
রাজধানীর পল্লবী থেকে ‘নিখোঁজ’ সেই তিন কলেজছাত্রীকে উদ্ধার করা হয়েছে। র‍্যাব জানিয়েছে, তারা স্বেচ্ছায় বাড়ি ছেড়েছিলেন। তারা ছদ্মবেশ ধারণ করে বিভিন্ন এলাকায় ঘুরেন। ঢাকা থেকে কক্সবাজারও গিয়েছিলেন তারা।

বুধবার বিকেলে র‍্যাব-৪ এর উপ-অধিনায়ক মেজর রবি খান এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে বুধবার ভোরে মিরপুরের বেড়িবাঁধ এলাকা থেকে তাদের উদ্ধার করা হয় বলে জানায় র‍্যাব।

র‍্যাব জানিয়েছে, নিখোঁজ হওয়া তিনজনের সন্ধানে র‍্যাব কক্সবাজারেও গিয়েছিল। কিন্তু তাদের উপস্থিতি টের পেয়ে তিনজন ঢাকায় চলে আসেন।

গতকাল তারা কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হন। র‍্যাবের সদস্যরাও তাদের অনুসরণ করে ঢাকায় আসেন। এরপর ঢাকা প্রবেশের সময় তাদের উদ্ধার করা হয়।

মেজর রবি খান বলেন, তারা তিনজনই সুস্থ আছেন। শিগগির তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

গত ৩০ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) সকালে পল্লবী থেকে ওই তিন কলেজছাত্রী নিখোঁজ হন।

নিখোঁজদের পরিবার জানায়, তারা বাসা ছেড়ে বের হওয়ার সময় নগদ টাকা, অলংকার ও নিজেদের সার্টিফিকেট নিয়ে যান।

পরে তাদের সন্ধান না পেয়ে শনিবার পল্লবী থানায় মামলা করে নিখোঁজ এক ছাত্রীর পরিবার।

মামলার এজাহারে দাবি করা হয়, কলেজছাত্রীদের পরিবার লোক মারফত জানতে পেরেছে অপহরণের ঘটনা। পল্লবী ১০ নম্বর সেকশনের প্যারিস রোডের কাইল্লার মোড়ের উত্তর পাশের পাকা রাস্তা থেকে একটি সাদা মাইক্রোবাসে তাদের উঠিয়ে নেয়া হয়।

মামলার চার আসামিকে গ্রেপ্তারও করে পুলিশ।

নিখোঁজ তিনজন দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী। তারা আলাদা কলেজের শিক্ষার্থী হলেও একই এলাকায় বসবাস করতেন। তারা পরস্পরের পূর্ব পরিচিত বলে জানা গেছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

কক্সবাজারে গিয়েছিলেন পল্লবীর ‘নিখোঁজ’ সেই ৩ ছাত্রী

আপডেট : ০১:৩১:২৭ অপরাহ্ন, বুধবার, ৬ অক্টোবর ২০২১
রাজধানীর পল্লবী থেকে ‘নিখোঁজ’ সেই তিন কলেজছাত্রীকে উদ্ধার করা হয়েছে। র‍্যাব জানিয়েছে, তারা স্বেচ্ছায় বাড়ি ছেড়েছিলেন। তারা ছদ্মবেশ ধারণ করে বিভিন্ন এলাকায় ঘুরেন। ঢাকা থেকে কক্সবাজারও গিয়েছিলেন তারা।

বুধবার বিকেলে র‍্যাব-৪ এর উপ-অধিনায়ক মেজর রবি খান এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে বুধবার ভোরে মিরপুরের বেড়িবাঁধ এলাকা থেকে তাদের উদ্ধার করা হয় বলে জানায় র‍্যাব।

র‍্যাব জানিয়েছে, নিখোঁজ হওয়া তিনজনের সন্ধানে র‍্যাব কক্সবাজারেও গিয়েছিল। কিন্তু তাদের উপস্থিতি টের পেয়ে তিনজন ঢাকায় চলে আসেন।

গতকাল তারা কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হন। র‍্যাবের সদস্যরাও তাদের অনুসরণ করে ঢাকায় আসেন। এরপর ঢাকা প্রবেশের সময় তাদের উদ্ধার করা হয়।

মেজর রবি খান বলেন, তারা তিনজনই সুস্থ আছেন। শিগগির তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

গত ৩০ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) সকালে পল্লবী থেকে ওই তিন কলেজছাত্রী নিখোঁজ হন।

নিখোঁজদের পরিবার জানায়, তারা বাসা ছেড়ে বের হওয়ার সময় নগদ টাকা, অলংকার ও নিজেদের সার্টিফিকেট নিয়ে যান।

পরে তাদের সন্ধান না পেয়ে শনিবার পল্লবী থানায় মামলা করে নিখোঁজ এক ছাত্রীর পরিবার।

মামলার এজাহারে দাবি করা হয়, কলেজছাত্রীদের পরিবার লোক মারফত জানতে পেরেছে অপহরণের ঘটনা। পল্লবী ১০ নম্বর সেকশনের প্যারিস রোডের কাইল্লার মোড়ের উত্তর পাশের পাকা রাস্তা থেকে একটি সাদা মাইক্রোবাসে তাদের উঠিয়ে নেয়া হয়।

মামলার চার আসামিকে গ্রেপ্তারও করে পুলিশ।

নিখোঁজ তিনজন দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী। তারা আলাদা কলেজের শিক্ষার্থী হলেও একই এলাকায় বসবাস করতেন। তারা পরস্পরের পূর্ব পরিচিত বলে জানা গেছে।