ঢাকা ০৫:২৫ অপরাহ্ন, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

আদালতে বুলুসহ ১৫ জনের নাম উল্লেখ

প্রতিনিধির নাম
  • আপডেট : ১১:১১:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ অক্টোবর ২০২১
  • / 94
নোয়াখালীর চৌমুহনীতে ঘটে যাওয়া সহিংসতার ঘটনায় উস্কানিদাতা হিসেবে দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি ফয়সাল ইনাম কমল (৩৯)। তাকে ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেপ্তার করা হয়েছে।

জবানবন্দিতে তিনি বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান বরকত উল্যাহ বুলুসহ ১৫ জনের সম্পৃক্ততার কথা বলেছেন বলে জানিয়েছে পুলিশ।

জেলা পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম জানান, ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখিয়ে কমলকে সোমবার (২৫ অক্টোবর) রাতে জেলার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাঈদীন নাঁহী’র আদালতে হাজির করা হয়। এ সময় বিচারক ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় আসামির জবানবন্দি রেকর্ড করেন।

এর আগে গত ১৫ অক্টোবর চৌমুহনীতে সাম্প্রদায়িক হামলার ঘটনায় ফয়সাল ইনাম কমলসহ বিএনপি-জামায়াতের ১১ নেতাকর্মীকে গ্রেপ্তার করে পুলিশ।

সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার উদ্দেশ্যে কুমিল্লায় কোরআন অবমাননার ভিডিও ফেসবুকে আপলোড করাসহ বিভিন্ন উস্কানিমূলক পোস্ট দিয়ে চৌমুহনীতে সাম্প্রদায়িক সহিংসতা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় কমলের বিরুদ্ধে বেগমগঞ্জ মডেল থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করে পুলিশ। তাকে এ ঘটনার অন্যতম উস্কানিদাতা ও ইন্ধনদাতা হিসেবে চিহ্নিত করে পুলিশ।

গ্রেপ্তার ফয়সাল ইনাম কমল (৩৯) বেগমগঞ্জ উপজেলার রাজুল্লাহপুর গ্রামের আবু হানিফের ছেলে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

আদালতে বুলুসহ ১৫ জনের নাম উল্লেখ

আপডেট : ১১:১১:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ অক্টোবর ২০২১
নোয়াখালীর চৌমুহনীতে ঘটে যাওয়া সহিংসতার ঘটনায় উস্কানিদাতা হিসেবে দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি ফয়সাল ইনাম কমল (৩৯)। তাকে ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেপ্তার করা হয়েছে।

জবানবন্দিতে তিনি বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান বরকত উল্যাহ বুলুসহ ১৫ জনের সম্পৃক্ততার কথা বলেছেন বলে জানিয়েছে পুলিশ।

জেলা পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম জানান, ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখিয়ে কমলকে সোমবার (২৫ অক্টোবর) রাতে জেলার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাঈদীন নাঁহী’র আদালতে হাজির করা হয়। এ সময় বিচারক ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় আসামির জবানবন্দি রেকর্ড করেন।

এর আগে গত ১৫ অক্টোবর চৌমুহনীতে সাম্প্রদায়িক হামলার ঘটনায় ফয়সাল ইনাম কমলসহ বিএনপি-জামায়াতের ১১ নেতাকর্মীকে গ্রেপ্তার করে পুলিশ।

সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার উদ্দেশ্যে কুমিল্লায় কোরআন অবমাননার ভিডিও ফেসবুকে আপলোড করাসহ বিভিন্ন উস্কানিমূলক পোস্ট দিয়ে চৌমুহনীতে সাম্প্রদায়িক সহিংসতা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় কমলের বিরুদ্ধে বেগমগঞ্জ মডেল থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করে পুলিশ। তাকে এ ঘটনার অন্যতম উস্কানিদাতা ও ইন্ধনদাতা হিসেবে চিহ্নিত করে পুলিশ।

গ্রেপ্তার ফয়সাল ইনাম কমল (৩৯) বেগমগঞ্জ উপজেলার রাজুল্লাহপুর গ্রামের আবু হানিফের ছেলে।