ঢাকা ০৯:০৮ অপরাহ্ন, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

পাবনার কাজিরহাটে পাঁচ কিলোমিটার যানজট

প্রতিনিধির নাম
  • আপডেট : ১১:৪৪:০১ পূর্বাহ্ন, রবিবার, ৩১ অক্টোবর ২০২১
  • / 131
পাবনার কাজিরহাট এলাকায় প্রায় ৫ কিলোমিটার দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে। পাবনার কাজিরহাট ফেরিঘাটের পন্টুন ভেঙে যাওয়ায় দুই দিন ধরে পারাপার বন্ধ ছিল। এ কারণে আটকে আছে সাড়ে ৪ শতাধিক পণ্যবাহী ট্রাক।

কাজিরহাট ফেরিঘাটের ব্যবস্থাপক মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘ শুক্রবার (২৯ অক্টোবর) রাত নয়টার দিকে ঘাটের একমাত্র পন্টুনটি হঠাৎ করেই ভেঙে যায়। এ কারণে কোনো ফেরি ঘাটে ভিড়তে পারেনি। তাই বন্ধ ছিল ফেরি চলাচল। ভেঙে যাওয়া পন্টুনের কাছে নোঙর করেছিল আরিচা থেকে যানবাহন নিয়ে আসা দুটি ফেরি। গভীর রাতে পন্টুন স্থাপন করা হলে রোববার সকাল থেকে ঘাট সচল হয়েছে।

যানবাহনের চালকরা অভিযোগ করে বলেন, কাজিরহাট-আরিচা নৌপথে ছয় থেকে সাতটি ফেরির প্রয়োজন। কিন্তু চালু রয়েছে চারটি। যে চারটি চালু রয়েছে সেগুলো একদিকে যেমন ছোট ও ধীরগতির, তেমনি ত্রুটিযুক্ত। ফলে কাজিরহাট ফেরিঘাটে যানবাহনের ভিড় লেগেই থাকে।

কয়েকজন ট্রাকচালক ক্ষোভ প্রকাশ করে বলেন, মহাসড়কে চার-পাঁচ দিন ধরে এভাবে বসে থাকায় খাওয়ার কষ্টের সঙ্গে সঙ্গে টয়লেটের সমস্যাও রয়েছে। অথচ ঘাটের কাছে ট্রাক টার্মিনাল থাকলে মহাসড়ক যেমন যানজটমুক্ত থাকতো তেমনি ট্রাক শ্রমিকদেরও থাকা, খাওয়া ও টয়লেট নিয়ে সমস্যা হতো না।

সড়ক বিভাগের পাবনা কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী এ কে এম শামসুজ্জোহা বলেন, কাজিরহাটের ট্রাক টার্মিনাল দখলমুক্ত করার উদ্যোগ নেয়া হয়েছে। বিষয়টি নিয়ে আমরা বিআইডব্লিউটিসির কর্মকর্তাদের সঙ্গে কথাও বলেছি। টার্মিনালটি দখলমুক্ত হলে ঘাট-সংলগ্ন মহাসড়ক অনেকটাই যানজট মুক্ত হবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

পাবনার কাজিরহাটে পাঁচ কিলোমিটার যানজট

আপডেট : ১১:৪৪:০১ পূর্বাহ্ন, রবিবার, ৩১ অক্টোবর ২০২১
পাবনার কাজিরহাট এলাকায় প্রায় ৫ কিলোমিটার দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে। পাবনার কাজিরহাট ফেরিঘাটের পন্টুন ভেঙে যাওয়ায় দুই দিন ধরে পারাপার বন্ধ ছিল। এ কারণে আটকে আছে সাড়ে ৪ শতাধিক পণ্যবাহী ট্রাক।

কাজিরহাট ফেরিঘাটের ব্যবস্থাপক মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘ শুক্রবার (২৯ অক্টোবর) রাত নয়টার দিকে ঘাটের একমাত্র পন্টুনটি হঠাৎ করেই ভেঙে যায়। এ কারণে কোনো ফেরি ঘাটে ভিড়তে পারেনি। তাই বন্ধ ছিল ফেরি চলাচল। ভেঙে যাওয়া পন্টুনের কাছে নোঙর করেছিল আরিচা থেকে যানবাহন নিয়ে আসা দুটি ফেরি। গভীর রাতে পন্টুন স্থাপন করা হলে রোববার সকাল থেকে ঘাট সচল হয়েছে।

যানবাহনের চালকরা অভিযোগ করে বলেন, কাজিরহাট-আরিচা নৌপথে ছয় থেকে সাতটি ফেরির প্রয়োজন। কিন্তু চালু রয়েছে চারটি। যে চারটি চালু রয়েছে সেগুলো একদিকে যেমন ছোট ও ধীরগতির, তেমনি ত্রুটিযুক্ত। ফলে কাজিরহাট ফেরিঘাটে যানবাহনের ভিড় লেগেই থাকে।

কয়েকজন ট্রাকচালক ক্ষোভ প্রকাশ করে বলেন, মহাসড়কে চার-পাঁচ দিন ধরে এভাবে বসে থাকায় খাওয়ার কষ্টের সঙ্গে সঙ্গে টয়লেটের সমস্যাও রয়েছে। অথচ ঘাটের কাছে ট্রাক টার্মিনাল থাকলে মহাসড়ক যেমন যানজটমুক্ত থাকতো তেমনি ট্রাক শ্রমিকদেরও থাকা, খাওয়া ও টয়লেট নিয়ে সমস্যা হতো না।

সড়ক বিভাগের পাবনা কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী এ কে এম শামসুজ্জোহা বলেন, কাজিরহাটের ট্রাক টার্মিনাল দখলমুক্ত করার উদ্যোগ নেয়া হয়েছে। বিষয়টি নিয়ে আমরা বিআইডব্লিউটিসির কর্মকর্তাদের সঙ্গে কথাও বলেছি। টার্মিনালটি দখলমুক্ত হলে ঘাট-সংলগ্ন মহাসড়ক অনেকটাই যানজট মুক্ত হবে।