ঢাকা ০৫:২৫ অপরাহ্ন, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

ঘোড়াঘাট পৌরসভা নির্বাচন কাল  

প্রতিনিধির নাম
  • আপডেট : ১১:৫৮:৪১ পূর্বাহ্ন, সোমাবার, ১ নভেম্বর ২০২১
  • / 99

রাত পোহালেই অনুষ্ঠিত হবে দিনাজপুরের ঘোড়াঘাট পৌরসভার নির্বাচন। নির্বাচনের প্রায় সব ধরনের প্রস্তুতি শেষ। এরই মধ্যে কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হয়েছে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) যন্ত্রসহ নির্বাচনী সামগ্রী।

সোমবার বিকেল সাড়ে ৩টায় উপজেলা নির্বাচন কার্যালয় থেকে কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তাদের কাছে ইভিএম মেশিনসহ নির্বাচনী সামগ্রী বুঝিয়ে দেয়া হয়।

প্রিজাইডিং কর্মকর্তারা এসব সামগ্রী আইন-শৃঙ্খলা বাহিনী সদস্যদের সঙ্গে করে নিজ নিজ কেন্দ্রে নিয়ে যান।

দিনাজপুর সিনিয়র নির্বাচন কর্মকর্তা ও রিটানিং কর্মকর্তা শাহিনুর রহমান প্রামাণিক জানান, নির্বাচনের যাবতীয় সামগ্রী কেন্দ্রে পাঠানো হয়েছে। নির্বাচন সুষ্ঠু করতে সব প্রস্তুতি প্রায় সম্পন্ন। এ নির্বাচনে মেয়র পদে ৫ জন, পুরুষ সদস্য পদে ৩২ ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ৯ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রথমবার ৯টি কেন্দ্রে ১৯ হাজার ৯শ ৪৭ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ঘোড়াঘাট পৌরসভা নির্বাচন কাল  

আপডেট : ১১:৫৮:৪১ পূর্বাহ্ন, সোমাবার, ১ নভেম্বর ২০২১

রাত পোহালেই অনুষ্ঠিত হবে দিনাজপুরের ঘোড়াঘাট পৌরসভার নির্বাচন। নির্বাচনের প্রায় সব ধরনের প্রস্তুতি শেষ। এরই মধ্যে কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হয়েছে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) যন্ত্রসহ নির্বাচনী সামগ্রী।

সোমবার বিকেল সাড়ে ৩টায় উপজেলা নির্বাচন কার্যালয় থেকে কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তাদের কাছে ইভিএম মেশিনসহ নির্বাচনী সামগ্রী বুঝিয়ে দেয়া হয়।

প্রিজাইডিং কর্মকর্তারা এসব সামগ্রী আইন-শৃঙ্খলা বাহিনী সদস্যদের সঙ্গে করে নিজ নিজ কেন্দ্রে নিয়ে যান।

দিনাজপুর সিনিয়র নির্বাচন কর্মকর্তা ও রিটানিং কর্মকর্তা শাহিনুর রহমান প্রামাণিক জানান, নির্বাচনের যাবতীয় সামগ্রী কেন্দ্রে পাঠানো হয়েছে। নির্বাচন সুষ্ঠু করতে সব প্রস্তুতি প্রায় সম্পন্ন। এ নির্বাচনে মেয়র পদে ৫ জন, পুরুষ সদস্য পদে ৩২ ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ৯ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রথমবার ৯টি কেন্দ্রে ১৯ হাজার ৯শ ৪৭ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।