ঢাকা ০৮:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

সালথায় বিপুল প‌রিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার

প্রতিনিধির নাম
  • আপডেট : ১১:১৮:৩৩ পূর্বাহ্ন, সোমাবার, ৮ নভেম্বর ২০২১
  • / 81
আসন্ন ইউপি নির্বাচন উপল‌ক্ষে ফ‌রিদপু‌রের সালথা উপ‌জেলার বি‌ভিন্ন এলাকায় অভিযান চা‌লি‌য়ে বিপুল প‌রিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার ক‌রে‌ছে পু‌লিশ। এই ঘটনায় ৮ জন‌কে আটক করা হয়েছে।

সোমবার দুপুরে ফরিদপুরের সিনিয়র সহকারী পুলিশ সুপার (নগরকান্দা-সালথা সার্কেল) মো. সুমিনুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

তিন বলেন, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন উপল‌ক্ষে উপ‌জেলার ৭৬টি ভোট কে‌ন্দ্রের ম‌ধ্যে বেশ কিছু ভোট কেন্দ্র ঝু‌কিপূর্ণ র‌য়ে‌ছে। এসব এলাকায় নির্বাচনী স‌হিংসতা রো‌ধে সালথা থানার আওতাধীন বি‌ভিন্ন এলাকায় ‌বি‌শেষ অভিযান প‌রিচালনা ক‌রে বে‌ত ও টি‌নের তৈরি ঢাল, সড়‌কি, কাতরা, টেটা, কা‌লি, চাপা‌তি, রামদা, ছেনদা, চাইনিজ কুড়াল, বাঁশ ও কা‌ঠের লা‌ঠিসহ প্রায় ৫ শতা‌ধিক দেশীয় অস্ত্র উদ্ধার ক‌রা হয়েছে।

দেশীয় অস্ত্র নিজ হেফাজ‌তে রাখা ও সরবারাহ করার অপরা‌ধে এসময় ৮ জন‌কে আটক ক‌রে ফ‌রিদপুর বিজ্ঞ আদাল‌তে প্রেরণ করা হ‌য়ে‌ছে। এই ঘটনায় সালথা থানায় আট‌টি মামলা রুজু করা হয়েছে।

সব ধরনের সহিংসতা প্রতিরোধে এ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি সাংবাদিকদের জানান।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সালথায় বিপুল প‌রিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার

আপডেট : ১১:১৮:৩৩ পূর্বাহ্ন, সোমাবার, ৮ নভেম্বর ২০২১
আসন্ন ইউপি নির্বাচন উপল‌ক্ষে ফ‌রিদপু‌রের সালথা উপ‌জেলার বি‌ভিন্ন এলাকায় অভিযান চা‌লি‌য়ে বিপুল প‌রিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার ক‌রে‌ছে পু‌লিশ। এই ঘটনায় ৮ জন‌কে আটক করা হয়েছে।

সোমবার দুপুরে ফরিদপুরের সিনিয়র সহকারী পুলিশ সুপার (নগরকান্দা-সালথা সার্কেল) মো. সুমিনুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

তিন বলেন, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন উপল‌ক্ষে উপ‌জেলার ৭৬টি ভোট কে‌ন্দ্রের ম‌ধ্যে বেশ কিছু ভোট কেন্দ্র ঝু‌কিপূর্ণ র‌য়ে‌ছে। এসব এলাকায় নির্বাচনী স‌হিংসতা রো‌ধে সালথা থানার আওতাধীন বি‌ভিন্ন এলাকায় ‌বি‌শেষ অভিযান প‌রিচালনা ক‌রে বে‌ত ও টি‌নের তৈরি ঢাল, সড়‌কি, কাতরা, টেটা, কা‌লি, চাপা‌তি, রামদা, ছেনদা, চাইনিজ কুড়াল, বাঁশ ও কা‌ঠের লা‌ঠিসহ প্রায় ৫ শতা‌ধিক দেশীয় অস্ত্র উদ্ধার ক‌রা হয়েছে।

দেশীয় অস্ত্র নিজ হেফাজ‌তে রাখা ও সরবারাহ করার অপরা‌ধে এসময় ৮ জন‌কে আটক ক‌রে ফ‌রিদপুর বিজ্ঞ আদাল‌তে প্রেরণ করা হ‌য়ে‌ছে। এই ঘটনায় সালথা থানায় আট‌টি মামলা রুজু করা হয়েছে।

সব ধরনের সহিংসতা প্রতিরোধে এ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি সাংবাদিকদের জানান।