ঢাকা ১২:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

সিংগাইরে নব-নির্বাচিত চেয়ারম্যানকে দুধ দিয়ে গোসল করালেন সমর্থক

প্রতিনিধির নাম
  • আপডেট : ০২:১০:০৯ অপরাহ্ন, সোমাবার, ২৯ নভেম্বর ২০২১
  • / 69

সমর্থকের অন্ধ ভালোবাসায় সিক্ত হলেন ইউপি নির্বাচনে নব-নির্বাচিত চেয়ারম্যান। মানিকগঞ্জের সিংগাইর উপজেলার জামশা ইউপি’র বিজয়ী চেয়ারম্যান গাজী কামরুজ্জামানকে ভালোবাসার প্রতিদান স্বরুপ দুধ দিয়ে গোসল করালেন তারই সমর্থক কাজী সাত্তার (৫২)। সাত্তার ওই ইউনিয়নের কাজীপাড়া গ্রামের বাসিন্দা এবং তাশুল্লা বাংলাবাজার উচ্চ বিদ্যালয়ের অফিস সহকারী।

জানা যায়, (১১ নভেম্বর ) দ্বিতীয় ধাপের অনুষ্ঠিত নির্বাচনের পূর্বে সাত্তার প্রতিজ্ঞা করেছিলেন গাজী কামরুজ্জামান নির্বাচনে জয় লাভ করলে তাকে দুধ দিয়ে গোসল করাবেন। নৌকা প্রতীকে মনোয়ন পেয়ে প্রথমবারেই গাজী কামরুজ্জামান জনগণের ভোটে চেয়ারম্যান নির্বাচিত হয়। যেমন কথা তেমন কাজ।

রবিবার (২৮ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে চেয়ারম্যানের নিজ বাড়িতে ২০ লিটার দুধ দিয়ে গোসল করিয়ে প্রতিজ্ঞা পালন করেন কাজী সাত্তার। মূহুর্তে গোসলের ভিডিওটি বিভিন্ন সামাজিক মাধ্যমে ভাইরাল হলে উৎসুক জনতার মাঝে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

এ ব্যাপারে জামশা ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক গাজী কামরুজ্জামান বলেন, আমার ভালোবাসার সমর্থক কাজী সাত্তারে মানত (প্রতিজ্ঞা) রক্ষার্থে এবং তাকে খুশি দেখতেই আমার এই দুধ দিয়ে গোসল করা। এছাড়া আগামীর পথ চলায় সকলের সহযোগিতাও কামনা করেন তিনি।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সিংগাইরে নব-নির্বাচিত চেয়ারম্যানকে দুধ দিয়ে গোসল করালেন সমর্থক

আপডেট : ০২:১০:০৯ অপরাহ্ন, সোমাবার, ২৯ নভেম্বর ২০২১

সমর্থকের অন্ধ ভালোবাসায় সিক্ত হলেন ইউপি নির্বাচনে নব-নির্বাচিত চেয়ারম্যান। মানিকগঞ্জের সিংগাইর উপজেলার জামশা ইউপি’র বিজয়ী চেয়ারম্যান গাজী কামরুজ্জামানকে ভালোবাসার প্রতিদান স্বরুপ দুধ দিয়ে গোসল করালেন তারই সমর্থক কাজী সাত্তার (৫২)। সাত্তার ওই ইউনিয়নের কাজীপাড়া গ্রামের বাসিন্দা এবং তাশুল্লা বাংলাবাজার উচ্চ বিদ্যালয়ের অফিস সহকারী।

জানা যায়, (১১ নভেম্বর ) দ্বিতীয় ধাপের অনুষ্ঠিত নির্বাচনের পূর্বে সাত্তার প্রতিজ্ঞা করেছিলেন গাজী কামরুজ্জামান নির্বাচনে জয় লাভ করলে তাকে দুধ দিয়ে গোসল করাবেন। নৌকা প্রতীকে মনোয়ন পেয়ে প্রথমবারেই গাজী কামরুজ্জামান জনগণের ভোটে চেয়ারম্যান নির্বাচিত হয়। যেমন কথা তেমন কাজ।

রবিবার (২৮ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে চেয়ারম্যানের নিজ বাড়িতে ২০ লিটার দুধ দিয়ে গোসল করিয়ে প্রতিজ্ঞা পালন করেন কাজী সাত্তার। মূহুর্তে গোসলের ভিডিওটি বিভিন্ন সামাজিক মাধ্যমে ভাইরাল হলে উৎসুক জনতার মাঝে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

এ ব্যাপারে জামশা ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক গাজী কামরুজ্জামান বলেন, আমার ভালোবাসার সমর্থক কাজী সাত্তারে মানত (প্রতিজ্ঞা) রক্ষার্থে এবং তাকে খুশি দেখতেই আমার এই দুধ দিয়ে গোসল করা। এছাড়া আগামীর পথ চলায় সকলের সহযোগিতাও কামনা করেন তিনি।