ঢাকা ০৪:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

সাবেক-নবনির্বাচিত চেয়ারম্যান সর্মথকদের সংঘর্ষ, আহত ১৫

প্রতিনিধির নাম
  • আপডেট : ০১:৩০:৩৭ অপরাহ্ন, বুধবার, ২২ ডিসেম্বর ২০২১
  • / 90
গোপালগঞ্জের মুকসুদপুরে সাবেক ও নবনির্বাচিত ইউপি চেয়ারম্যানের সমর্থকদরে মধ্যে সংঘর্ষে সাবকে ইউপি চেয়ারম্যানসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন।

বুধবার দুপুরে মুকসুদপুর উপজেলার জলরিপাড় বাজারে এ সংঘর্ষের ঘটনা ঘটে। মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু বকর মিয়া সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করেছেন।

মারাত্মক আহত সাবেক ইউপি চেয়ারম্যান মজিবুর রহমানসহ তিনজনকে রাজৈর হাসপাতাল ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ওসি আবু বকর মিয়া জানান, মুকসুদপুর উপজেলার ননীক্ষীর ইউনিয়নের নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান রনি আহম্মেদ তার সমর্থকদের নিয়ে পার্শ্ববর্তী জলিরপাড় বাজারে আসছিলেন। এ সময় একই ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান মজিবুর রহমানের নাতি সাগর রহমানের সাথে তুচ্ছ ঘটনা নিয়ে কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে।

এর জের ধরে দুইপক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। ঘণ্টাব্যাপী ধরে চলা এ সংঘর্ষে সাবেক ইউপি চেয়ারম্যানসহ উভয়পক্ষের অন্তত ১৫ আহত হন। পরে খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে। এলাকা এখন শান্ত রয়েছে। তবে এখন পর্যন্ত কোনো পক্ষই থানায় অভিযোগ দায়ের করেনি বলে জানান ওসি।

মারাত্মক আহত সাবেক ইউপি চেয়ারম্যান মজিবুর রহমান (৬০) ও তার ভাগ্নি রাজিয়াকে (৩০) রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও কুদ্দুস মোল্যাকে (৪২) ফরিদপুর মেজিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

সাবেক ইউপি চেয়ারম্যান মজিবুর রহমানের ভাই বাচ্চু শেখ বলেন, নবনির্বাচিত রনি আহম্মেদ ও তার লোকজন পূর্ব পরিকল্পিতভাবে আমাদের লোকজনের ওপর হামলা করেছে। আমরা এর বিচার চাই।

নবনির্বাচিত চেয়ারম্যান রনি আহম্মেদ মুঠোফোনে বলেন, পূর্ব পরিকল্পিতভাবে আমার লোকজনের ওপর সাবেক চেয়ারম্যান মজিবুর রহমানের লোকজন হামলা করেছে। এ হামলায় আমাদের সমর্থক মেহেদী হাসান ও কুদ্দুস মোল্যা নামে দুইজন আহত হয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সাবেক-নবনির্বাচিত চেয়ারম্যান সর্মথকদের সংঘর্ষ, আহত ১৫

আপডেট : ০১:৩০:৩৭ অপরাহ্ন, বুধবার, ২২ ডিসেম্বর ২০২১
গোপালগঞ্জের মুকসুদপুরে সাবেক ও নবনির্বাচিত ইউপি চেয়ারম্যানের সমর্থকদরে মধ্যে সংঘর্ষে সাবকে ইউপি চেয়ারম্যানসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন।

বুধবার দুপুরে মুকসুদপুর উপজেলার জলরিপাড় বাজারে এ সংঘর্ষের ঘটনা ঘটে। মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু বকর মিয়া সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করেছেন।

মারাত্মক আহত সাবেক ইউপি চেয়ারম্যান মজিবুর রহমানসহ তিনজনকে রাজৈর হাসপাতাল ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ওসি আবু বকর মিয়া জানান, মুকসুদপুর উপজেলার ননীক্ষীর ইউনিয়নের নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান রনি আহম্মেদ তার সমর্থকদের নিয়ে পার্শ্ববর্তী জলিরপাড় বাজারে আসছিলেন। এ সময় একই ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান মজিবুর রহমানের নাতি সাগর রহমানের সাথে তুচ্ছ ঘটনা নিয়ে কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে।

এর জের ধরে দুইপক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। ঘণ্টাব্যাপী ধরে চলা এ সংঘর্ষে সাবেক ইউপি চেয়ারম্যানসহ উভয়পক্ষের অন্তত ১৫ আহত হন। পরে খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে। এলাকা এখন শান্ত রয়েছে। তবে এখন পর্যন্ত কোনো পক্ষই থানায় অভিযোগ দায়ের করেনি বলে জানান ওসি।

মারাত্মক আহত সাবেক ইউপি চেয়ারম্যান মজিবুর রহমান (৬০) ও তার ভাগ্নি রাজিয়াকে (৩০) রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও কুদ্দুস মোল্যাকে (৪২) ফরিদপুর মেজিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

সাবেক ইউপি চেয়ারম্যান মজিবুর রহমানের ভাই বাচ্চু শেখ বলেন, নবনির্বাচিত রনি আহম্মেদ ও তার লোকজন পূর্ব পরিকল্পিতভাবে আমাদের লোকজনের ওপর হামলা করেছে। আমরা এর বিচার চাই।

নবনির্বাচিত চেয়ারম্যান রনি আহম্মেদ মুঠোফোনে বলেন, পূর্ব পরিকল্পিতভাবে আমার লোকজনের ওপর সাবেক চেয়ারম্যান মজিবুর রহমানের লোকজন হামলা করেছে। এ হামলায় আমাদের সমর্থক মেহেদী হাসান ও কুদ্দুস মোল্যা নামে দুইজন আহত হয়েছে।