ঢাকা ০৪:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

কথা ছিল ছুটি পেলে সাতদিনের মেয়েকে কোলে নিবে!

কুমিল্লা প্রতিনিধি
  • আপডেট : ০৬:৫৯:৫১ অপরাহ্ন, রবিবার, ৫ জুন ২০২২
  • / 95
একমাত্র সন্তানকে দেখে যেতে পারলেন না চট্টগ্রাম ফায়ার সার্ভিসে ফায়ার ম্যান মনিরুজ্জামান। বাবা বলে মেয়েকে কোলে নিয়ে আদর দেয়া হলো না তার।

ফায়ার ম্যান মনিরুজ্জামানের বাড়ি কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার সাতবাড়িয়া ইউনিয়নের নাইয়ারা গ্রামে মনিরুজ্জামান। তিনি চট্টগ্রাম ফায়ার সার্ভিসে ফায়ার ম্যান হিসেবে কর্মরত ছিলেন। রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান তিনি।

শনিবার চট্টগ্রামের ভাটিয়ারিতে বিএম ডিপোতে বিস্ফোরণে দগ্ধ হয়ে এখনও পর্যন্ত ৩৮ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এদের মধ্যে একজনের নাম মনিরুজ্জামান মনির।

মনির বরিশালে বিয়ে করেন। স্ত্রী থাকেন বরিশালে বাবার বাড়িতে। এক সপ্তাহ পূর্বে তাদের এক মেয়ে সন্তানের জন্ম হয়। এটিই এই দম্পতির প্রথম সন্তান। খোঁজ নিয়ে জানা যায়, মনিরুজ্জামান নাঙ্গলকোট উপজেলার সাতবাড়িয়া ইউনিয়নের নাইয়ারা গ্রামের বীরমুক্তিযোদ্ধা শামসুল হকের ছেলে। তার পাঁচ ভাই, এক বোন।

সাতবাড়িয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মেম্বার জয়নাল আবেদীন জানান, মনিরের এক সপ্তাহ আগে একটি মেয়ে সন্তান হয়েছে। ছুটি পেলে মেয়েকে দেখতে যাওয়ার কথা ছিল তার। কিন্তু আল্লাহর কি খেলা! অবুঝ শিশুটিকে একবার কোলেও নিতে পারলো না সে!

নাঙ্গলকোট থানার ওসি ফারুক হোসেন জানান, মনিরুজ্জামানের মৃত্যুর বিষয়টি জেনেছি। বিস্তারিত জেনে আমাদের পক্ষ থেকে যে ধরনের সহায়তা দরকার, তা করব।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

কথা ছিল ছুটি পেলে সাতদিনের মেয়েকে কোলে নিবে!

আপডেট : ০৬:৫৯:৫১ অপরাহ্ন, রবিবার, ৫ জুন ২০২২
একমাত্র সন্তানকে দেখে যেতে পারলেন না চট্টগ্রাম ফায়ার সার্ভিসে ফায়ার ম্যান মনিরুজ্জামান। বাবা বলে মেয়েকে কোলে নিয়ে আদর দেয়া হলো না তার।

ফায়ার ম্যান মনিরুজ্জামানের বাড়ি কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার সাতবাড়িয়া ইউনিয়নের নাইয়ারা গ্রামে মনিরুজ্জামান। তিনি চট্টগ্রাম ফায়ার সার্ভিসে ফায়ার ম্যান হিসেবে কর্মরত ছিলেন। রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান তিনি।

শনিবার চট্টগ্রামের ভাটিয়ারিতে বিএম ডিপোতে বিস্ফোরণে দগ্ধ হয়ে এখনও পর্যন্ত ৩৮ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এদের মধ্যে একজনের নাম মনিরুজ্জামান মনির।

মনির বরিশালে বিয়ে করেন। স্ত্রী থাকেন বরিশালে বাবার বাড়িতে। এক সপ্তাহ পূর্বে তাদের এক মেয়ে সন্তানের জন্ম হয়। এটিই এই দম্পতির প্রথম সন্তান। খোঁজ নিয়ে জানা যায়, মনিরুজ্জামান নাঙ্গলকোট উপজেলার সাতবাড়িয়া ইউনিয়নের নাইয়ারা গ্রামের বীরমুক্তিযোদ্ধা শামসুল হকের ছেলে। তার পাঁচ ভাই, এক বোন।

সাতবাড়িয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মেম্বার জয়নাল আবেদীন জানান, মনিরের এক সপ্তাহ আগে একটি মেয়ে সন্তান হয়েছে। ছুটি পেলে মেয়েকে দেখতে যাওয়ার কথা ছিল তার। কিন্তু আল্লাহর কি খেলা! অবুঝ শিশুটিকে একবার কোলেও নিতে পারলো না সে!

নাঙ্গলকোট থানার ওসি ফারুক হোসেন জানান, মনিরুজ্জামানের মৃত্যুর বিষয়টি জেনেছি। বিস্তারিত জেনে আমাদের পক্ষ থেকে যে ধরনের সহায়তা দরকার, তা করব।