ঢাকা ০৬:০৬ অপরাহ্ন, শুক্রবার, ১৭ মে ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

রাণীশংকৈলে ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহ দিবস উপলক্ষ্যে র‌্যালি ও আলোচনা

ঠাকুরগাঁও প্রতিনিধি
  • আপডেট : ০৪:৫৬:৫৪ অপরাহ্ন, বুধবার, ৫ জুলাই ২০২৩
  • / 106

৩০ জুন ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহ দিবস পালন উপলক্ষ্যে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে বুধবার (৫ জুলাই) র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ইএসডিও প্রেমদীপ প্রকল্পের আয়োজনে এদিন দুপুরে পৌরশহরের কেন্দ্রীয় হাইস্কুল মাঠ থেকে একটি র‌্যালি বের করা হয়।
র‌্যালি শেষে স্কুল হল রুমে উপজেলা আদিবাসী সমাজ উন্নয়ন সংগঠনের সাবেক সভাপতি সিংরাই সরেন মানিকের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, সাবেক সাংসদ অধ্যাপক ইয়াসিন আলী।
বিশেষ অতিথির বক্তব্য দেন অবসরপ্রাপ্ত অধ্যক্ষ তাজুল ইসলাম, ভাইস চেয়ারম্যান শেফালি বেগম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা স্যামুইল মার্ডি, আদিবাসী নেতা সুগা মুর্মু, কবিরাজ মুর্মু, জসেফ সরেন, প্রেসক্লাব (পুরাতন) সভাপতি অধ্যাপক আনোয়ারুল ইসলাম, প্রেসক্লাব সভাপতি মোবারক আলী প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন, ইএসডিও’র সিনিয়র কোর্ডিনেটর মো.শাহীন। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রেমদীপ প্রকল্পের মেনেজার খায়রুল আলম।
উল্লেখ্য, ১৮৫৫ সালে ভারতে ব্রিটিশদের বিরুদ্ধে প্রথম সাঁওতাল বিদ্রোহ হয়। সেই বিদ্রোহে নিহত হন সাঁওতাল নেতা সিধু-কানুসহ আরও অনেকে। তখন থেকে সাঁওতালরা প্রতিবছর ৩০ জুন সাঁওতাল ‘হুল’ বা বিদ্রোহ দিবস পালন করে আসছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

রাণীশংকৈলে ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহ দিবস উপলক্ষ্যে র‌্যালি ও আলোচনা

আপডেট : ০৪:৫৬:৫৪ অপরাহ্ন, বুধবার, ৫ জুলাই ২০২৩

৩০ জুন ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহ দিবস পালন উপলক্ষ্যে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে বুধবার (৫ জুলাই) র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ইএসডিও প্রেমদীপ প্রকল্পের আয়োজনে এদিন দুপুরে পৌরশহরের কেন্দ্রীয় হাইস্কুল মাঠ থেকে একটি র‌্যালি বের করা হয়।
র‌্যালি শেষে স্কুল হল রুমে উপজেলা আদিবাসী সমাজ উন্নয়ন সংগঠনের সাবেক সভাপতি সিংরাই সরেন মানিকের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, সাবেক সাংসদ অধ্যাপক ইয়াসিন আলী।
বিশেষ অতিথির বক্তব্য দেন অবসরপ্রাপ্ত অধ্যক্ষ তাজুল ইসলাম, ভাইস চেয়ারম্যান শেফালি বেগম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা স্যামুইল মার্ডি, আদিবাসী নেতা সুগা মুর্মু, কবিরাজ মুর্মু, জসেফ সরেন, প্রেসক্লাব (পুরাতন) সভাপতি অধ্যাপক আনোয়ারুল ইসলাম, প্রেসক্লাব সভাপতি মোবারক আলী প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন, ইএসডিও’র সিনিয়র কোর্ডিনেটর মো.শাহীন। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রেমদীপ প্রকল্পের মেনেজার খায়রুল আলম।
উল্লেখ্য, ১৮৫৫ সালে ভারতে ব্রিটিশদের বিরুদ্ধে প্রথম সাঁওতাল বিদ্রোহ হয়। সেই বিদ্রোহে নিহত হন সাঁওতাল নেতা সিধু-কানুসহ আরও অনেকে। তখন থেকে সাঁওতালরা প্রতিবছর ৩০ জুন সাঁওতাল ‘হুল’ বা বিদ্রোহ দিবস পালন করে আসছে।