পাকিস্তানের পেতাত্তাদের শিকড় উপড়ে ফেলার সময় এসেছে: শহিদুল ইসলাম

- আপডেট : ০৪:১২:০৬ অপরাহ্ন, শুক্রবার, ২৫ অগাস্ট ২০২৩
- / 131
শেরপুরের শ্রীবরদী উপজেলা পরিষদের চেয়ারম্যান এ ডি এম শহিদুল ইসলাম বলেছেন,আগামী নির্বাচন খুবই সন্নিকটে তাই আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। ১৯৭১ সালে যারা স্বাধীনতাকে বিশ্বাস করত না। তারা ১৯৭৫ সালে জাতির পিতা বঙ্গবন্ধুকে হত্যা করেছিল। তারা এ বাংলার মাটিতে এখনো ঘাফটি মেরে আছে। এখনই সময় এসেছে ওই পাকিস্তানের পেতাত্তাদের শিকড় উপড়ে ফেলার।
শুক্রবার ২৫ আগস্ট ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর রনি মিলনায়তনে বঙ্গবন্ধু আওয়ামী সাংস্কৃতিক সংগঠন এর উদ্যোগে, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি মহান স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
শহিদুল ইসলাম বলেন, বঙ্গবন্ধুর ডাকে,বঙ্গবন্ধুর নেতৃত্বে বাংলাদেশের সাড়ে সাত কোটি মানুষ স্বাধীনতার যুদ্ধে ঝাপিয়ে পড়েছিল। মাত্র ৯ মাসে এই দেশকে স্বাধীন করেছিল। এবং পৃথিবীর বুকে বীরের জাতি হিসেবে পরিচিত হয়েছে।
তিনি বলেন, যার ডাকে বাঙালিরা বীরের জাতি হিসেবে পরিণত হয়েছে। সেই মহান জাতির পিতার হত্যার পিছনে মাস্টারমাইন্ড ছিল জিয়াউর রহমান তার সাথে ছিলো খন্দকার মোস্তাক। জাতির পিতা কে হত্যা করে এই জাতিকে বেইমানের জাতি হিসেবে নাম লিখিয়েছিল তারা।
তিনি আরও বলেন, আগামী নির্বাচন খুবই সন্নিকটে তাই আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। ১৯৭১ সালে যারা স্বাধীনতাকে বিশ্বাস করত না। তারা ১৯৭৫ সালে জাতির পিতা বঙ্গবন্ধুকে হত্যা করেছিল। তারা এ বাংলার মাটিতে এখনো ঘাফটি মেরে আছে। এখনই সময় এসেছে ওই পাকিস্তানের পেতাত্তাদের শিকড় উপড়ে ফেলার।
সভায় এমপি শামসুন্নাহার বলেন, যারা কোনদিন বাংলাদেশের উন্নয়ন চায়না স্বাধীনতার বিরোধী শক্তি তারা বর্তমান প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার উন্নয়নের প্রতিবন্ধকতা সৃষ্টি করে।এবং বঙ্গবন্ধু কন্যাকে হত্যা করার চেষ্টা করছে তাদের মোকাবেলা করে এ দেশ থেকে তাদের শিখর উপড়ে ফেলতে আমাদেরকে আবারও ঐক্যবদ্ধ ভাবে এই শোকের শক্তিকে গতিশীল করে সারাদেশে একটা মহাশক্তিতে রূপান্তর করতে হবে।
তিনি বলেন, বাংলাদেশের উন্নয়নকে অব্যাহত রাখতে জননেত্রী শেখ হাসিনার সরকারকে ২০২৪ সালের নির্বাচনে আমরা আবারো ক্ষমতায় দেখতে চাই। এজন্য বাংলাদেশের উন্নয়নের বিষয়ে আমাদেরকে বেশি বেশি মানুষের কাছে প্রচার পৌঁছানোর মাধ্যমে পৌঁছে দিতে হবে। এ দায়িত্ব আমাদের সকলের নৈতিক দায়িত্ব।
সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি ভিপি মোশারেফ মজুমদার সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন ,শামসুন নাহার ভুইয়া এমপি মহিলা আসন ১৩, কার্যকারী সভাপতি মহিলা শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটি, সহ-সভাপতি, বাংলাদেশ কৃষক লীগ কেন্দ্রীয় কমিটি মিয়া আব্দুল ওয়াদুদ,,শেরপুরের শ্রীবরদী উপজেলা পরিষদের চেয়ারম্যান এ ডি এম শহিদুল ইসলাম প্রমুখ।