ঢাকা ০২:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

চট্টগ্রামে এলো আরও ৩ লাখ ৩৫ হাজার টিকা

প্রতিনিধির নাম
  • আপডেট : ০৭:৪৫:০৮ পূর্বাহ্ন, রবিবার, ১৫ অগাস্ট ২০২১
  • / 146
::চট্টগ্রাম প্রতিনিধি::

চট্টগ্রামের জন্য আরও ৩ লাখ ৩৫ হাজার ২৮০ ডোজ করোনার ভ্যাকসিন এসেছে। এরমধ্যে সিনোফার্মের ১ লাখ ৯৯ হাজার ২০০ ডোজ এবং মডার্নার ১ লাখ ৩৬ হাজার ৮০ ডোজ ভ্যাকসিন রয়েছে।

শনিবার রাতের দিকে চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ে এসে পৌঁছায় এসব ভ্যাকসিন। রোববার সকালে বিষয়টি নিশ্চিত করেন চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি।

সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রথম ডোজের অপেক্ষায় থাকাদের দেয়া হবে সিনোফার্মের টিকা। আর মর্ডানার টিকা দেয়া হবে শুধুই দ্বিতীয় ডোজ হিসেবে। তবে প্রবাসীদের জন্য এ নিয়ম থাকছে না।

সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বলেন, রাতে ভ্যাকসিন বহনকারী গাড়ি এসে পৌঁছায়। এতে মর্ডানার ১ লাখ ৩৬ হাজার ৮০ ডোজ এবং সিনোফার্মের ১ লাখ ৯৯ হাজার ২০০ ডোজ ভ্যাকসিন পাওয়া যায়।

তিনি বলেন, ‘প্রথম ডোজ হিসেবে মডার্নার টিকা আর দেয়া হবে না। তবে বিদেশগামীদের মডার্না দেয়া হবে। সেক্ষেত্রে তাদের ভিসা, পাসপোর্ট বা টিকেট দেখিয়ে সেটি নিশ্চিত করতে হবে।’

তিনি আরও বলেন, সোমবার জেনারেল হাসপাতালে সীমিত আকারে সিনোফার্ম দিয়ে প্রথম ডোজ এবং মর্ডনার দ্বিতীয় ডোজ প্রদান শুরু করা হবে। তবে বাকি কেন্দ্রগুলোর বিষয়ে চসিকের স্বাস্থ্য বিভাগের সঙ্গে কথা বলার পরামর্শ দেন। এছাড়া নতুন করে গণটিকা কার্যক্রম শুরু হওয়ার কোনো সম্ভাবনা নেই।

চসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আকতার চৌধুরী বলেন, সোমবার শুধুমাত্র সিনোফার্ম টিকা দিয়ে প্রথম ডোজ শুরু করা হবে। তবে দ্বিতীয় ডোজের বিষয়ে এখনো সিদ্ধান্ত নেয়া হয়নি। সেটি পরবর্তীতে জানিয়ে দেয়া হবে। এসএমএস ছাড়া কেউ যেন কেন্দ্রে না আসে।

এরআগে শুক্রবার চসিকের পক্ষ থেকে জানানো হয়েছিল, পর্যাপ্ত সরবরাহ না থাকায় ১৩ আগস্ট থেকে পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত চট্টগ্রাম সিটি করপোরেশনের কোভিড-১৯ টিকা কেন্দ্রগুলোতে মর্ডানা ভ্যাকসিন (১ম ও ২য় ডোজ) প্রদান বন্ধ থাকবে।

পরবর্তীতে মর্ডানা ভ্যাকসিনের সরবরাহ পাওয়া সাপেক্ষে ২য় ডোজ প্রদান করা হবে। টিকার জন্য কেন্দ্রে কেন্দ্রে প্রচণ্ড ভিড় হচ্ছিল। অনেকে এসএমএস পেয়েও কেন্দ্রে গিয়ে টিকা পাননি।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

চট্টগ্রামে এলো আরও ৩ লাখ ৩৫ হাজার টিকা

আপডেট : ০৭:৪৫:০৮ পূর্বাহ্ন, রবিবার, ১৫ অগাস্ট ২০২১
::চট্টগ্রাম প্রতিনিধি::

চট্টগ্রামের জন্য আরও ৩ লাখ ৩৫ হাজার ২৮০ ডোজ করোনার ভ্যাকসিন এসেছে। এরমধ্যে সিনোফার্মের ১ লাখ ৯৯ হাজার ২০০ ডোজ এবং মডার্নার ১ লাখ ৩৬ হাজার ৮০ ডোজ ভ্যাকসিন রয়েছে।

শনিবার রাতের দিকে চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ে এসে পৌঁছায় এসব ভ্যাকসিন। রোববার সকালে বিষয়টি নিশ্চিত করেন চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি।

সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রথম ডোজের অপেক্ষায় থাকাদের দেয়া হবে সিনোফার্মের টিকা। আর মর্ডানার টিকা দেয়া হবে শুধুই দ্বিতীয় ডোজ হিসেবে। তবে প্রবাসীদের জন্য এ নিয়ম থাকছে না।

সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বলেন, রাতে ভ্যাকসিন বহনকারী গাড়ি এসে পৌঁছায়। এতে মর্ডানার ১ লাখ ৩৬ হাজার ৮০ ডোজ এবং সিনোফার্মের ১ লাখ ৯৯ হাজার ২০০ ডোজ ভ্যাকসিন পাওয়া যায়।

তিনি বলেন, ‘প্রথম ডোজ হিসেবে মডার্নার টিকা আর দেয়া হবে না। তবে বিদেশগামীদের মডার্না দেয়া হবে। সেক্ষেত্রে তাদের ভিসা, পাসপোর্ট বা টিকেট দেখিয়ে সেটি নিশ্চিত করতে হবে।’

তিনি আরও বলেন, সোমবার জেনারেল হাসপাতালে সীমিত আকারে সিনোফার্ম দিয়ে প্রথম ডোজ এবং মর্ডনার দ্বিতীয় ডোজ প্রদান শুরু করা হবে। তবে বাকি কেন্দ্রগুলোর বিষয়ে চসিকের স্বাস্থ্য বিভাগের সঙ্গে কথা বলার পরামর্শ দেন। এছাড়া নতুন করে গণটিকা কার্যক্রম শুরু হওয়ার কোনো সম্ভাবনা নেই।

চসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আকতার চৌধুরী বলেন, সোমবার শুধুমাত্র সিনোফার্ম টিকা দিয়ে প্রথম ডোজ শুরু করা হবে। তবে দ্বিতীয় ডোজের বিষয়ে এখনো সিদ্ধান্ত নেয়া হয়নি। সেটি পরবর্তীতে জানিয়ে দেয়া হবে। এসএমএস ছাড়া কেউ যেন কেন্দ্রে না আসে।

এরআগে শুক্রবার চসিকের পক্ষ থেকে জানানো হয়েছিল, পর্যাপ্ত সরবরাহ না থাকায় ১৩ আগস্ট থেকে পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত চট্টগ্রাম সিটি করপোরেশনের কোভিড-১৯ টিকা কেন্দ্রগুলোতে মর্ডানা ভ্যাকসিন (১ম ও ২য় ডোজ) প্রদান বন্ধ থাকবে।

পরবর্তীতে মর্ডানা ভ্যাকসিনের সরবরাহ পাওয়া সাপেক্ষে ২য় ডোজ প্রদান করা হবে। টিকার জন্য কেন্দ্রে কেন্দ্রে প্রচণ্ড ভিড় হচ্ছিল। অনেকে এসএমএস পেয়েও কেন্দ্রে গিয়ে টিকা পাননি।