ঢাকা ০৯:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

কাশিমপুর কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত কয়েদির মৃত্যু

প্রতিনিধির নাম
  • আপডেট : ০২:৫১:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ অগাস্ট ২০২১
  • / 113
গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এ ফজলুর রহমান তন্ময় ওরফে তাপস (৫২) নামে মৃত্যুদণ্ডপ্রাপ্ত এক কয়েদির মৃত্যু হয়েছে।

সোমবার দিবাগত রাত ২টার দিকে হাসপাতালে নেয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত তাপস ঢাকার দোহার থানার লোটাখোনা এলাকার মোজাফর হোসেনের ছেলে।

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর সিনিয়র জেল সুপার আব্দুল জলিল জানান, ধানমন্ডি থানায় একটি হত্যা ও অস্ত্র মামলায় গ্রেপ্তারের পর ২০০১ সালের ৯ জানুয়ারি তাকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। পরে আদালত তাকে মৃত্যুদণ্ডের আদেশ দেন। পরে ২০১১ সালের ১৫ জুন তাকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এ স্থানান্তর করা হয়।

তিনি আরও জানান, সোমবার দিবাগত রাত সোয়া ১১টার দিকে কারাগারে হঠাৎ শ্বাসকষ্ট দেখা দেয় তাপসের। এরপর প্রথমে তাকে কারা হাসপাতালে নেয়া হয়। সেখান থেকে তাকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়া হয়।

পরে চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। ঢাকা মেডিকেলে নেয়া হলে রাত ২টা ১১ মিনিটে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

কাশিমপুর কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত কয়েদির মৃত্যু

আপডেট : ০২:৫১:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ অগাস্ট ২০২১
গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এ ফজলুর রহমান তন্ময় ওরফে তাপস (৫২) নামে মৃত্যুদণ্ডপ্রাপ্ত এক কয়েদির মৃত্যু হয়েছে।

সোমবার দিবাগত রাত ২টার দিকে হাসপাতালে নেয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত তাপস ঢাকার দোহার থানার লোটাখোনা এলাকার মোজাফর হোসেনের ছেলে।

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর সিনিয়র জেল সুপার আব্দুল জলিল জানান, ধানমন্ডি থানায় একটি হত্যা ও অস্ত্র মামলায় গ্রেপ্তারের পর ২০০১ সালের ৯ জানুয়ারি তাকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। পরে আদালত তাকে মৃত্যুদণ্ডের আদেশ দেন। পরে ২০১১ সালের ১৫ জুন তাকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এ স্থানান্তর করা হয়।

তিনি আরও জানান, সোমবার দিবাগত রাত সোয়া ১১টার দিকে কারাগারে হঠাৎ শ্বাসকষ্ট দেখা দেয় তাপসের। এরপর প্রথমে তাকে কারা হাসপাতালে নেয়া হয়। সেখান থেকে তাকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়া হয়।

পরে চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। ঢাকা মেডিকেলে নেয়া হলে রাত ২টা ১১ মিনিটে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।