ঢাকা ০৮:১৬ পূর্বাহ্ন, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

প্রথমবার ‘বিশ্বকাপ শো’ সঞ্চালনায় মৌসুমী মৌ

প্রতিনিধির নাম
  • আপডেট : ০১:৪৮:৩০ অপরাহ্ন, রবিবার, ১৭ অক্টোবর ২০২১
  • / 448
ওমান ও সংযুক্ত আরব আমিরাতে আজ থেকে শুরু হয়েছে টি-২০ বিশ্বকাপ, আর এ উপলক্ষ্যে শুরু হয়েছে জিটিভির নতুন শো ‘ক্রিকেট এক্সট্রা’। এই শো-য়ের মধ্য দিয়ে প্রথমবারের মত ‘বিশ্বকাপ টেলিভিশন শো’ সঞ্চালনা করতে যাচ্ছেন সময়ের জনপ্রিয় উপস্থাপিকা ও সবার প্রিয় মুখ মৌসুমী মৌ।

টি-টোয়েন্টি বিশ্বকাপ চলাকালীন সময়ে খেলা শুরুর আগে প্রি-ম্যাচ শো এবং খেলার শেষে পোস্ট-ম্যাচ শো অনুষ্ঠিত হবে। পুরো বিশ্বকাপ খেলা জুড়েই শো দুটি সঞ্চালনা করবেন মৌসুমী। বিভিন্ন সময়ে তিনি ছাড়াও এই শো-গুলো সঞ্চালনা করবেন আজরা মাহমুদ, নীল হুরেরজাহান এবং শ্রাবণ্য তৌহিদা।

মৌসুমী মৌ বলেন, ‘খেলাধুলা বিষয়ক বেশ কিছু শো সঞ্চালনা করলেও বিশ্বকাপ এবারই প্রথম আমার জন্য। যার জন্য একটু বাড়তি আনন্দ তো আছেই। তবে কিছুটা নার্ভাসও। কারণ, খেলাধুলা বিষয়ক খুব বেশি শো করা হয়নি আমার, যার কারণে খেলা সম্পর্কিত বিভিন্ন শব্দ কিংবা কি-ওয়ার্ড নিয়ে একটু চিন্তিত থাকতাম। তবে সম্প্রতি কিছু শো করতে গিয়ে সেই নার্ভাসনেসটা কমেছে, সদ্য আইপিএলের শো-ও করেছি। এরপর থেকে ভয়টা এখন কমেছে। এই জায়গাতে একটু ভুল হলেই অনেক সমস্যা। চেষ্টা থাকবে ভালো করার।’

মৌসুমী এই শো-তে অংশ নেবেন আগামী ১৯ অক্টোবর থেকে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

প্রথমবার ‘বিশ্বকাপ শো’ সঞ্চালনায় মৌসুমী মৌ

আপডেট : ০১:৪৮:৩০ অপরাহ্ন, রবিবার, ১৭ অক্টোবর ২০২১
ওমান ও সংযুক্ত আরব আমিরাতে আজ থেকে শুরু হয়েছে টি-২০ বিশ্বকাপ, আর এ উপলক্ষ্যে শুরু হয়েছে জিটিভির নতুন শো ‘ক্রিকেট এক্সট্রা’। এই শো-য়ের মধ্য দিয়ে প্রথমবারের মত ‘বিশ্বকাপ টেলিভিশন শো’ সঞ্চালনা করতে যাচ্ছেন সময়ের জনপ্রিয় উপস্থাপিকা ও সবার প্রিয় মুখ মৌসুমী মৌ।

টি-টোয়েন্টি বিশ্বকাপ চলাকালীন সময়ে খেলা শুরুর আগে প্রি-ম্যাচ শো এবং খেলার শেষে পোস্ট-ম্যাচ শো অনুষ্ঠিত হবে। পুরো বিশ্বকাপ খেলা জুড়েই শো দুটি সঞ্চালনা করবেন মৌসুমী। বিভিন্ন সময়ে তিনি ছাড়াও এই শো-গুলো সঞ্চালনা করবেন আজরা মাহমুদ, নীল হুরেরজাহান এবং শ্রাবণ্য তৌহিদা।

মৌসুমী মৌ বলেন, ‘খেলাধুলা বিষয়ক বেশ কিছু শো সঞ্চালনা করলেও বিশ্বকাপ এবারই প্রথম আমার জন্য। যার জন্য একটু বাড়তি আনন্দ তো আছেই। তবে কিছুটা নার্ভাসও। কারণ, খেলাধুলা বিষয়ক খুব বেশি শো করা হয়নি আমার, যার কারণে খেলা সম্পর্কিত বিভিন্ন শব্দ কিংবা কি-ওয়ার্ড নিয়ে একটু চিন্তিত থাকতাম। তবে সম্প্রতি কিছু শো করতে গিয়ে সেই নার্ভাসনেসটা কমেছে, সদ্য আইপিএলের শো-ও করেছি। এরপর থেকে ভয়টা এখন কমেছে। এই জায়গাতে একটু ভুল হলেই অনেক সমস্যা। চেষ্টা থাকবে ভালো করার।’

মৌসুমী এই শো-তে অংশ নেবেন আগামী ১৯ অক্টোবর থেকে।