প্রি-বার্থডে সেলিব্রেশনে জলকেলিতে মত্ত মনামী
বিনোদন ডেস্ক
- আপডেট : ০৬:৫৬:১৪ অপরাহ্ন, সোমাবার, ২০ ফেব্রুয়ারী ২০২৩
- / 228
রোববার রাতে সমুদ্রের পাড়ে একগুচ্ছ ছবি পোস্ট করেছেন মনামী ঘোষ।
কালো মনোকিনিতে মনামীর লুক ছিল বোল্ড অ্যান্ড বিউটিফুল, টেক্কা দিতে পারেন বিটাউনের যেকোনও নায়িকাকে।
কেক হাতে এক হাঁটু পানিতে দাঁড়িয়ে নায়িকা, হাতে কেক।
আসলে সম্প্রতি প্রি-বার্থ ডে সেলিব্রেশনে ব্যাংকক পাড়ি দিয়েছেন অভিনেত্রী। তবে নেটপাড়ায় ছবি পোস্টের পর থেকেই কটাক্ষের মুখে পড়েছেন মনামী।
ঋতুপর্ণা সেনগুপ্ত থেকে শ্রীমা ভট্টাচার্য, টলিউডের নায়িকারা যেমন প্রশংসায় ভরিয়ে দিয়েছেন মনামীকে, সেরকমই কিছু কিছু নেটিজেন তার পোশাক নিয়ে বিরূপ মন্তব্যও করেছেন।
তবে এইসব পাত্তা না নিয়ে জলকেলিতে মজেছেন মনামী।