ঢাকা ০২:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

কুমিল্লায় মন্দিরে ভাঙচুর: ১৭ আসামি রিমান্ডে

প্রতিনিধির নাম
  • আপডেট : ১০:৫৯:১৭ পূর্বাহ্ন, বুধবার, ৩ নভেম্বর ২০২১
  • / 79
কুমিল্লায় ঠাকুরপাড়া কালীগাছতলার কালী মন্দিরে ভাঙচুরের ঘটনায় দায়ের করা মামলায় ১৭ আসামির পাঁচদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বুধবার কুমিল্লার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক চন্দন কান্তি নাথ এ আদেশ দেন।

কুমিল্লা কোর্ট পরিদর্শক সালাউদ্দিন আল মাহমুদ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, দুপুরে ১৮ আসামিকে আদালতে তুলে সাতদিনের রিমান্ডের জন্য আবেদন করে পুলিশ। শুনানি শেষে বিচারক ১৭ জনের পাঁচদিন করে রিমান্ড মঞ্জুর করেন।

অপর এক আসামির বয়স ১৮ না হওয়ায় তাকে নারী ও শিশু আদালতে পাঠানো হয় বলেও জানিয়েছেন তিনি।

দুর্গাপূজার মধ্যে গত ১৩ অক্টোবর মণ্ডপে কোরআন পাওয়ার ঘটনাকে কেন্দ্র করে কুমিল্লা নগরীর ঠাকুরপাড়া কালীগাছতলার কালী মন্দিরে ভাঙচুরের ঘটনা ঘটে।

এ ঘটনায় পুলিশ বাদী হয়ে কোতয়ালী থানায় অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে একটি মামলা করে। পরে সিসিটিভির ফুটেজ দেখে ১৮ জনকে গ্রেপ্তার করে পুলিশ।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

কুমিল্লায় মন্দিরে ভাঙচুর: ১৭ আসামি রিমান্ডে

আপডেট : ১০:৫৯:১৭ পূর্বাহ্ন, বুধবার, ৩ নভেম্বর ২০২১
কুমিল্লায় ঠাকুরপাড়া কালীগাছতলার কালী মন্দিরে ভাঙচুরের ঘটনায় দায়ের করা মামলায় ১৭ আসামির পাঁচদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বুধবার কুমিল্লার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক চন্দন কান্তি নাথ এ আদেশ দেন।

কুমিল্লা কোর্ট পরিদর্শক সালাউদ্দিন আল মাহমুদ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, দুপুরে ১৮ আসামিকে আদালতে তুলে সাতদিনের রিমান্ডের জন্য আবেদন করে পুলিশ। শুনানি শেষে বিচারক ১৭ জনের পাঁচদিন করে রিমান্ড মঞ্জুর করেন।

অপর এক আসামির বয়স ১৮ না হওয়ায় তাকে নারী ও শিশু আদালতে পাঠানো হয় বলেও জানিয়েছেন তিনি।

দুর্গাপূজার মধ্যে গত ১৩ অক্টোবর মণ্ডপে কোরআন পাওয়ার ঘটনাকে কেন্দ্র করে কুমিল্লা নগরীর ঠাকুরপাড়া কালীগাছতলার কালী মন্দিরে ভাঙচুরের ঘটনা ঘটে।

এ ঘটনায় পুলিশ বাদী হয়ে কোতয়ালী থানায় অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে একটি মামলা করে। পরে সিসিটিভির ফুটেজ দেখে ১৮ জনকে গ্রেপ্তার করে পুলিশ।